বলিউড জগতে কার্যত এখন হইচই পড়ে গেছে, তার সাথে বাড়ছে উদ্বেগও। আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি তারপরই আসতে চলেছে কাপুর পরিবারে নতুন সদস্য। চলতি বছরের এপ্রিল মাসে শত্রু বিভা বন্ধনে আবদ্ধ হয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই জানতে পারা যায় অভিনেত্রী অন্তঃসত্ত্বা। যথারীতি কাপুর পরিবারের প্রতিটি সদস্য এই সুখবর পেয়ে বিশাল খুশি। কিছুদিন আগে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গিয়েছে আলিয়ার ৭মাসের সাধ। এখন কাপুর পরিবার শুধু রয়েছে অতিথি আসার অপেক্ষায়। কেবল কাপুর পরিবারই নয়, অপেক্ষারত রয়েছে মহেশ ভাটের পরিবারও।
https://www.instagram.com/p/Cj0sbe6LM-I/?igshid=YmMyMTA2M2Y=
কাপুর পরিবারের গোপন সদস্য সূত্রে খবর, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথমের দিকে আলিয়ার কোল আলো করে আসতে চলেছে রণবীর-আলিয়ার সন্তান।
ইতিমধ্যে কাপুর পরিবারের গোপন সদস্য সূত্রে এও জানা গেছে যে, অভিনেত্রীর নাম তালিকাভুক্ত হয়ে হয়েছে গুরগাঁও-এর এইচ.এন.রিলায়ন্স ফাউন্ডেশন হসপিটালে।
সদ্য বিবাহ করার কিছু দিনের মধ্যেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সমালোচকরা নানা সমালোচনার ঝড় তুলেছিল। আবার, দর্শক মহলের কেউ কেউ সন্দেহও করেছিল যে এই দুই অভিনেতা-অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগেই অন্তঃসত্ত্ব হয়ে পড়েছিল। কিন্তু, অভিনেতা অভিনেত্রীসহ তাদের দুই পরিবার এইসব সমালোচনার তোয়াক্কা না করে সুন্দরভাবে হবু মা- বাবা হওয়ার প্রাক্কালীন সময় কাটাতে দেখা গিয়েছে।