জন্মদিনে ভক্তদের জন্য দারুন চমক আনলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। ৯ সেপ্টেম্বর তাঁর পরবর্তী ছবি ‘ভূত বাংলা’র ঘোষণা করলেন বলিউডের ‘খিলাড়ি’। ‘হেরা ফেরি’, ‘গরম মসলা’র মতো কাল্ট ক্লাসিকের পর, ফের পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। ‘ভূত বাংলা’ দিয়ে অক্ষয় এবং প্রিয়দর্শনের ১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছেন। আসন্ন ছবিটি বালাজি টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে একতা আর কাপুর প্রযোজনা করেছেন। বাকি অভিনেতাদের নাম এখনও ঘোষণা করা হয়নি।
সোমবার এক্স হ্যান্ডেলে তাঁর নতুন ছবির মোশন পোস্টার শেয়ার করে, ক্যাপশনে অক্ষয় লিখেছেন, “আমার জন্মদিনে, বছরের পর বছর আপনার ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ! আমার জন্মদিন উদযাপন করতে ‘ভূত বাংলা’র ফার্স্ট লুক রইল পানাদের জন্য ! আমি ১৪ বছর পর আবার প্রিয়দর্শনের সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত। এই স্বপ্নের সহযোগিতা যা দীর্ঘকাল ধরে চলে আসছে, এবং এই অবিশ্বাস্য যাত্রাটি আপনাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য অপেক্ষা করছি আমরা।”
অগস্টে বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে পতন, কারণ কি দাম?
Thank you for your love on my birthday, year after year! Celebrating this year with the first look of ‘Bhooth Bangla’! I’m beyond excited to join forces with Priyadarshan again after 14 years. This dream collaboration has been a long time coming… can’t wait to share this… pic.twitter.com/2Wnim0mWBu
— Akshay Kumar (@akshaykumar) September 9, 2024
ছবির মোশন পোস্টারে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে। তাঁর হাতে রয়েছে একটি দুধের বাটি, যেটি জিভ বার করে সাধ নিচ্ছেন অভিনেতা। তাঁর ঘাড়ের ওপর রয়েছে একটি ভুতুড়ে কালো বেড়াল। সেই বেড়ালটিও দুধের সাধটি নিতে চাইছে। ছবিতে কার্যত রেগে আছে বেড়ালটি। পোস্টারের পটভূমিতে রয়েছে একটি পুরোনো ভুতুড়ে বাড়ি।
অভিনেতা গণেশ চতুর্থীর দিনে তাঁর পরবর্তী ছবির একটি ঘোষণা ভিডিও প্রকাশ করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অভিনেতা। সেখানেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর জন্মদিনে একটি বড় ছবির ঘোষণা করতে চলেছেন তিনি। প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার সর্বকালের সবচেয়ে প্রিয় কিছু চলচ্চিত্র তৈরি করেছেন। ভাগম ভাগ, ভুল ভুলাইয়া, দে দানা দান এবং আরও কিছু হিট ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। শেষ বার ‘ভুল ভুলাইয়া’তে একসঙ্গে কাজ করেছিলেন অক্ষয় ও প্রিয়দর্শন।
Ganpati Bappa Morya! 🙏
What could be better than a day like today to hint at something special coming your way? ✨ The reveal is set for my birthday 🎉 Stay tuned! #SpecialAnnouncement pic.twitter.com/tTRu5Tv1NJ— Akshay Kumar (@akshaykumar) September 7, 2024
‘ভূত বাংলা’ হল একটি হরর কমেডি যেখানে অক্ষয় তিনজন অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি একজন জাদুকরের ভূমিকায় অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই শুটিং শুরু হবে ছবিটির।
সম্প্রতি, ‘স্ত্রী ২’ এ একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে অক্ষয়কে। ম্যাডক ফিল্মস এর সুপারন্যাচারাল উনিভার্সে একটি বড় ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সেই উনিভার্সের প্রধান খলনায়ক হতে পারেন তিনি। অন্যদিকে ‘ভুল ভুলাইয়া’ ছবিটিও ব্যাপক সাফল্য পেয়েছিল বক্স অফিসে। হরর ছবির সাফল্যের কারণেই কী ওই ধারাতে এবার ঝুঁকছেন অক্ষয়?