ধূমপান করতে নিষেধ করবেন না অক্ষয়, সরানো হল সিনেমা শুরুর অ্যাড

প্রতিটি সিনেমা শুরু আগে অক্ষয়কে (Akshay Kumar) দেখা যায় ধূমপান বিরোধী অ্যাডে। যা ‘নন্দু নো স্মোকিং’নামেও পরিচিত। কিন্তু এবার থেকে সিনেমা শুরু দেখা মিলবে না…

nandu-no-smooking-akashy-ku

প্রতিটি সিনেমা শুরু আগে অক্ষয়কে (Akshay Kumar) দেখা যায় ধূমপান বিরোধী অ্যাডে। যা ‘নন্দু নো স্মোকিং’নামেও পরিচিত। কিন্তু এবার থেকে সিনেমা শুরু দেখা মিলবে না ওই অ্যাডের। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ছয় বছর ধরে চলা ‘নন্দু নো স্মোকিং’ অ্যাডটি বন্ধ কারার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কি কারণে এমন সিদ্ধান্তা তা জানা যায়নি।

তবে ওই অ্যাডের জায়গায় নতুন একটি অ্যাড আনা হয়েছে। যেটি তামাক ছাড়ার জ্ন্য সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলবে।এই নতুন পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট(PSB), ইতিমধ্যে সম্প্রতি টলিউডে মুক্তি পাওয়া ছবি বহুরূপী, টেক্কা , শাস্ত্রী এবং বলিউডের ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও, জিগরা ছবির সঙ্গে অন্তরর্ভক্ত করা হয়েছে।

   

বর্তমানে বন্ধ হওয়া নন্দু নো স্মোকিং অ্যাডটি অক্ষয় কুমারের (Akshay Kumar) পাশাপাশি অজয় সিং পাল অভিনয় করেছেন। ২০১৮ সালের স্বাধীনতা দিবসের ছবি ‘গোল্ড’ মুক্তির সময় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত এই বিজ্ঞাপনটি। এটি তার ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবি ‘প্যাডম্যান’-এর প্রচারের সহায়ক একটি বিজ্ঞাপন ছিল।

ধূমপান বিরোধী অ্যডটিতে অক্ষয় (Akshay Kumar) কুমার নন্দুকে অর্থাৎ অজয় সিং পালকে ধূমপান ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং পরামর্শ দেন সিগারেট না কেনার থেকে সঞ্চিত অর্থে কীভাবে মাসিকের সময় তার স্ত্রীকে স্যানিটারি প্যাড দিয়ে তার জীবনরক্ষা করতে পারা যাবে। এই অ্যাডটি শুধু ধূমপান বিরোধী বার্তাকে শক্তিশালী করেনি বরং মেয়েদের স্বাস্থ বিধির ওপর নজর দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত,ভারতের সিনেমায় জনস্বাস্থ্যের বার্তা প্রচারের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে তামাক ব্যবহারের সংক্রান্ত। ২০১২ সালে, স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্তকের সহযোগিতায় ধূমপানের দৃশ্য দেখানো সমস্ত সিনেমাতে ধূমপান পান বিরোধী অ্যাড অন্তরর্ভুক্ত করা বাধ্যতামূলক করে। এই অ্যাড গুলি মূলত সিনেমা শুরু হওয়ার আগে এবং বিরতির পরে দোখানো হয়ে থাকে।