3 Idiots ছবির এই অভিনেতার জীবনাবসানে শোকের ছায়া বলিউডে

প্রয়াত হলেন অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra)। আমির খানের ‘৩ ইডিয়টস’ ছবিতে লাইব্রেরিয়ানের ভূমিকায় অভিনয় করে জনগণের মন জয় করেছিলেন অভিনেতা অখিল মিশ্র। আজ বৃহস্পতিবার অভিনেতার মৃত্যু হয়। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৭ বছর। অভিনেতা রেখে গেলেন তাঁর স্ত্রী সুজ়েন বার্নার্ট (Suzanne Bernert) কে। সুজ়েনও এখন অভিনেত্রী।

Advertisements

৫৮-বছর বয়সী অভিনেতা অখিল মিশ্র একটি প্রোজেক্টের জন্য হায়দ্রাবাদে শুটিং করছিলেন। মিশ্র-র কোচ এবং বন্ধ্য কুলউইন্দর বক্সি অভিনেতার জীবনাবসানের খবর নিশ্চিত করেন। মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি বলেন, “সেখানে (হায়দ্রাবাদ) একটি বিল্ডিং থেকে পড়ে তিনি মারা গিয়েছেন।“

   

 

অভিনয় জগতের সঙ্গে তিনি বহু বছর ধরে যুক্ত ছিলেন। যে সকম ছবির সঙ্গে মিশ্র যুক্ত ছিলেন তার মধ্যে অন্যতম হল ‘ডন’, ‘গান্ধী মাই ফাদার’, ‘শিখর’, প্রমূখ। সকলেই তাঁর ‘3 Idiots’ ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবে’ চরিত্রে অভিনয় পছন্দ করেছেন। বড় পর্দা ছাড়াও চোট পর্দায় কাজ করেছেন তিনি। বহু নামকরা টেলিভিশন শো যেমন উত্তরণ, উড়ান, সিআইডি, শ্রীমান শ্রীমতি, হাতিম, ইত্যাদি –তেও তিনি কাজ করেছেন।

Advertisements

২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি আখিল জার্মান অভিনেত্রী সুজ়েন বার্নার্টকে বিয়ে করেন। এরপর তারা ২০১১ সালের ৩০ শে সেপ্টেম্বর সামাজিকভাবে বিয়ে করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।