Home Entertainment প্যারিস ফ্যাশেন শোতে একই মঞ্চে হাঁটলেন আলিয়া ও ঐশ্বর্য

প্যারিস ফ্যাশেন শোতে একই মঞ্চে হাঁটলেন আলিয়া ও ঐশ্বর্য

প্যারিস ফ্যাশেন শো তে বলিউডের জয়জয়কার, একই মঞ্চে হাঁটলেন আলিয়া ও ঐশ্বর্য। লরিয়ালের প্রতিনিধি হিসাবে হাজির হয়েছিলেন দুই অভিনেত্রী। এর আগে অনেকবার প্যারিস ফ্যাশেন শোয়ের মঞ্চে হেঁটেছেন ঐশ্বর্য। তবে আলিয়ার জন্য এই প্রথমবার মঞ্চে হাঁটার সুযোগ হল। প্যারিস ফ্যাশেন শো তে দুই অভিনেত্রীর লুক নজর কেড়েছে সকলের ।

Advertisements

আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে দারুন দেখাচ্ছিল। অভিনেত্রীর হালকা মেকআপ এবং ওয়েট হেয়ার লুকে তাকে আরও বেশী আর্কষণীয় করে তুলেছিল। অভিনেত্রী প্যারিসের রানওয়েতে পা রেখেই হাত নাড়েন, হাসেন এবং দর্শকদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দেন।

   

অন্যদিকে ঐশ্বর্যকে দেখা গেল টকটকে লাল পোশাকে। ঢিলে স্যাটিনের একটি লাল গাউনে দেখা যায় অভিনেত্রীকে। সেই সঙ্গে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। প্রতিবছরই প্যারিস ফ্যাশেন শো তে সকলের নজর কাড়েন ঐশ্বর্য। এবারেও নিরাশ করেননি। র‍্যাম্পে ঐশ্বর্য সকলকে নমস্কার জানিয়ে অভিবাদন জানান।

উল্লেখ্য, অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের খবর চারিদিকে। এরই মাঝে প্যারিসের মঞ্চে ঐশ্বর্যের  হাতে বিয়ের আংটি দেখা গিয়েছে। এই নিয়ে নতুন করে আরও জলঘোলা শুরু হল। ঐশ্বর্য শেষ দেখা গিয়েছিল ‘পোন্নিয়িন সেলভান: টু’ ছবিতে।

অন্যদিকে অভিনেত্রী আলিয়াকে দেখা যাবে তার পরবর্তী ছবি ‘জিগরা’। ছবিটি চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাওয়ার কথা। এছাড়াও অভিনেত্রীকে দেখা যাবে স্পাই ইউনিভার্সের আলফা ছবিতে। ছবিতে আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শর্বরী ওয়াঘ।

Advertisements