এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী তিলোত্তমা !

বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার নিজের সোশ্যাল মিডিয়াতে এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী তিলোত্তমা সোম (Tillotama…

tillotoma-shom

বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার নিজের সোশ্যাল মিডিয়াতে এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী তিলোত্তমা সোম (Tillotama Shome)। ঠিক কি হয়েছিল?

জানা গিয়েছে রবিবার সকালে মুম্বই থেকে লন্ডন যাওয়ার কথা ছিল অভিনেত্রী তিলোত্তমার (Tillotama Shome)। ভোর ৫.১৫ তে ফ্লাইট ছিল অভিনেত্রীর। সেই মত বিমানবন্দের পৌঁচ্ছে যান তিলোত্তমা । তবে প্রায় ৮ ঘন্টা দেরি করে উড়ল এয়ার ইন্ডয়ার বিমান(Air India)। শুধু তাই নয় আগে থেকে এ বিষয়ে বিমান সংস্থার তরফে কাউকে কিছু জানানো হয়নি। এমনকি নূন্যতম পরিষেবা মেলেনি বিমান সংস্থার তরফে।

   

অভিনেত্রী তিলোত্তমা (Tillotama Shome) এদিন তার সোশ্যাল মিডিয়াতে লেখেন,“একটা হোটেলের ব্যবস্থা করা হয়নি বিশ্রামের জন্য। কোনও বিকল্প উড়ানের ব্যবস্থা নেই। এ দিকে আমাদের মালপত্র সব চেকড্ ইন হয়ে রয়েছে। এটা কি আইনত ঠিক?”

এর পর ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, “এআই ১২৯ এয়ার ইন্ডিয়ার বিমান হিথরো বিমানবন্দরের দিকে যাওয়ার কথা ছিল। ভোর ৫টা ১৫–য় উড়ানের কথা থাকলেও এখন সকাল ১০টা। সংস্থার তরফ থেকে যাত্রীদের কোনও বার্তা দেওয়া হয়নি, কোনও ফোনও আসেনি। এখন আমরা জানতে চাইলে হয়তো সংস্থার তরফে জানানো হবে, ‘দুঃখিত’। কিন্তু কোনও দায়বদ্ধতা নেই, কোনও সমাধানও নেই।”

এখানেই শেষ নয় আরও একটি টুইট করেন অভিনেত্রী বিমান সংস্থাকে (Air India) প্রশ্ন করে লেখেন,“এক রোগিণী এখানে রাত ২টো থেকে বসে রয়েছেন ৫টা ১৫-র উড়ান ধরবেন বলে। চিকিৎসার জন্য লন্ডন যেতে চান। সাড়ে ৮ ঘণ্টা দেরি, তবু কেন যাত্রীদের কোনও ভাবে কিছু জানাননি আপনারা?

উল্লেখ্য, তিলোত্তমা (Tillotama Shome) ২০০১ সালে মীরা নায়ার পরিচালিত ‘মনসুন ওয়েডিং’ ছবির মাধ্যমে অভিষেক হয় । তবে তিনি বানিজ্যিক ছবি নয় নিজের পরিচয় তৈরি করেছেন সমান্তরাল ছবির জগতে। আদিত্য রায় কাপুর অভিনীত ‘নাইট ম্যানেজার ২’ এবং ‘লাস্ট স্টোরিজ ২’, দুই ওয়েব সিরিজেই দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে নেটফ্লিক্সের ত্রিভুবন মিশ্র সিএ টপার সিরিজে দেখা গিয়েছে।