HomeEntertainmentKarishma Kapoor: আলিয়া-রনবীরের বিয়েতে ফুটেছে করিশ্মার দ্বিতীয় বিয়ের ফুল

Karishma Kapoor: আলিয়া-রনবীরের বিয়েতে ফুটেছে করিশ্মার দ্বিতীয় বিয়ের ফুল

- Advertisement -

তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে সংসার। মধুচন্দ্রিমা থেকে যে দুঃস্বপ্নের শুরু হয়েছিল তা ভাঙনে কেটে গেল বেশ কয়েকটা বছর। নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন করিশ্মা কাপুর (karishma kapoor0)। অনুরাগীর কমেন্টে রিপ্ল্যাই করে জানিয়েছিলেন, তিনি মিঙ্গেল হতে চান। তবে তা ‘ডিপেন্ডস’।

মুক্তির আগেরদিন অনুরাগীদের বড় চমক দিলেন জিৎ

   

ইনস্টাগ্রামে অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, ‘ নায়িকা আবার বিয়ের কথা ভাবছেন কিনা ? যে প্রশ্নের উত্তর মোটেই হেসে উড়িয়ে দেননি করিশ্মা। রবং জানিয়েছেন, ‘ডিপেন্ডস’। কিন্তু কীসের উপর নির্ভর করছে বিয়ের সিদ্ধান্ত? তা নিয়ে কিছুই খোলসা করেননি রণধীর-কন্যা।

karishma kapoor

এবছর জন্মদিনে ছেলে কবীরের থেকে সেরা গিফট পেল কোয়েল

প্রসঙ্গত, রণবীর কাপুর ও আলিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন রটেছে, ‘ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। ঘটনার সূত্রপাত করেছেন তিনি নিজেই। আলিয়া ভট্টের হাত থেকে ‘কলিরা’ ছিটকে গিয়ে পড়ে তাঁর উপর। আর পঞ্জাবি রীতি অনুযায়ী নববধূর হাতের কলিরা যাঁর উপর গিয়ে পড়ে, পরবর্তীকে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। দীর্ঘদিন ধরে চলে আসছে এই ধারণা। আর তাতে নাকি উল্লাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী!

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular