Double XL: এক্স এল সাইজের মতন কী দর্শকদের মুখে হাসি ফুটবে ‘ডাবল এক্সএল’ দেখে

প্রবাদে আছে, “কুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে”। খানিক এই ধরনের প্রবাদেরই প্রতিফলন হতে চলেছে বড়পর্দায়। আসন্ন মাসের ৪ তারিখে বলিউড জগতে মুক্তি পতে চলেছে সাতরাম রামানি পরিচালিত ‘ডাবল এক্সএল'(Double XL) নামক সিনেমা। এই সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি ও আরও অনেকে। এই সিনেমাটির নাম দেখে বুঝতেই পারা যাচ্ছে যে, সাধারণত যারা ভারী চেহারার কিংবা স্বাস্থ্যবতী মহিলা তাদেরকে কেন্দ্র করেই এই সিনেমাটি তৈরি করা হয়েছে।

Advertisements

এই সিনেমাটির ট্রেলার দ্বারা পরিচালক মূলত বোঝাতে চেয়েছে, যারা স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী হয় কিংবা যারা ভারি চেহারার মানুষ হন তাদেরও স্বপ্নেরও দাম আছে কিংবা তারা এমনও স্বপ্ন দেখতে পারে যা তাদের শারীরিক গঠনের সাথে সমাজের কাছে মানানসই নয়।

এই সিনেমার অবাক করে দেওয়া অন্যতম আকর্ষণ হল বলিউড জগতে এই প্রথম কোনো খেলোয়ারকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে।ক্রিকেটার শিখর ধাওয়ানকে এই সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখতে পাওয়া যাবে। সাধারণ দর্শক এই সিনেমার ট্রেলারটিকে খানিক একপাশে রেখে কেবলমাত্র শিখার ধাওয়ানকে নিয়েই অবাক করা আলোচনা করছে। সিনেমাটির ট্রেলার দেখার সময় কোন এক পর্যায়ে গিয়ে মনে হবে ক্রিকেটার সিনেমার এক অপূর্ব মেলবন্ধন।

Advertisements

এই সিনেমার মুখ্য ভূমিকার দুই অভিনেত্রী। যাদের মধ্যে একজন হতে চান ক্রীড়া সাংবাদিক ও অপরজন হতে চান ফ্যাশন ডিজাইনার। এই সিনেমাটি ট্রেলার রিলিজ হবার পর থেকেই পরিচালকসহ প্রযোজক দল বেশ ইতিবাচক সাড়া পেয়েছি দর্শকমহল থেকে। সবকিছু মিলিয়ে টক ঝাল মিষ্টিতে ভরা এই সিনেমাটি কী আদৌ দর্শকদের মন জয় করতে পারবে? তাই এখন দেখার বিষয়।