সিংহম এগেনের পর কোন ছবি পরিচালনা করতে চলেছেন রোহিত শেট্টি?

চলচ্চিত্র নির্মাতার পাশাপাশি খতরন কে খিলাড়ির হোস্ট হিসেবে পরিচিত রোহিত শেট্টি । সিজন ১৩ তে তিনি অষ্টম বারের জন্য হোস্ট হিসেবে গণ্য হয়েছেন। এর সঙ্গেই…

সিংহম এগেনের পর কোন ছবি পরিচালনা করতে চলেছেন রোহিত শেট্টি?

চলচ্চিত্র নির্মাতার পাশাপাশি খতরন কে খিলাড়ির হোস্ট হিসেবে পরিচিত রোহিত শেট্টি । সিজন ১৩ তে তিনি অষ্টম বারের জন্য হোস্ট হিসেবে গণ্য হয়েছেন। এর সঙ্গেই তিনি সিনেমা বা ওটিটি কোনটিই বাদ দেয়নি। তার তৈরি প্রত্যেকটা সিনেমা নজর কাড়ে দর্শকদের।

সিংহম এগেন, সিম্বা সিক্যুয়েল বা গোলমাল তার পরবর্তী কোন সিনেমা আসতে চলেছে এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি রোহিত শেট্টি।

রোহিত শেট্টি জনিয়েছেন, “প্রথমে আসবে একটি ওয়েব সিরিজ যা ইন্ডিয়ান পুলিশকে নিয়ে। এরপর আসতে চলেছে সিংহম। সিংহমের পরে আমরা ভাবব যে কোনটা শুরু করা যায়। এক তো সিংহম নয় তো গোলমাল। সিংহম এগেইন শুটিং করার পরে আমরা এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করব”।

Advertisements

এদিকে, রোহিত শেট্টি সর্বশেষ পরিচালনা করেছে রণবীর সিংয়ের সার্কাসে। ছবিটি ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে৷ চলচ্চিত্র নির্মাতা এখন অজয় দেবগন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিংহম এগেন পরিচালনা করবেন৷

তিনি সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি এবং বিবেক ওবেরয় অভিনীত ভারতীয় পুলিশ বাহিনীর সঙ্গে একটি ডিজিটাল রূপে আত্মপ্রকাশ করবেন। প্রাইম ভিডিওতে সিরিজটি ডেবিউ হবে।