পদাতিকের পর অন্য রূপে পর্দায় ফিরছেন মনামী, কোন চরিত্রে অভিনয় করছেন তিনি?

১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে মনামী ঘোষ (Monami Ghosh) অভিনীত ‘পদাতিক’ (Padatik) চলচ্চিত্র। এই সিনেমাতে গীতা সেনের (Gita Sen) ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি জাপান…

১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে মনামী ঘোষ (Monami Ghosh) অভিনীত ‘পদাতিক’ (Padatik) চলচ্চিত্র। এই সিনেমাতে গীতা সেনের (Gita Sen) ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি জাপান ভ্রমণে গিয়েছিলেন মনামী, সেখান থেকে ফিরে নতুন কাজের ঘোষণা করলেন তিনি। অভিনেত্রী জনিয়েছেন, শীঘ্রই তিনি ফিরতে চলেছেন বড় পর্দায়।

কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সেনের পদ ছাড়লেন ‘অভিমানী’ রাজ চক্রবর্তী!

   

শনিবার তাঁর ইন্সট্যাগারমে একটি পোস্ট করেছেন মনামী (Monami Ghosh)। এই পোস্টে রয়েছে দুটি ছবি। প্রথম ছবিতে ক্যামেরার দিকে পেছন করে আয়নার সামনে রয়েছেন তিনি। তাঁর পরনে রয়েছে লাল রঙের ব্লাউজ এবং গলায় গয়না। অভিনেত্রীর চুল এই ছবিতে খোঁপায় বাঁধা। ছবিতে তাঁর হাতে রয়েছে একটি ছবির স্ক্রিপ্ট। ছবিটির নাম ‘ফণীবাবু যুগ যুগ জিও’ (Phonibabu Jug Jug Jiyo)। পোস্টার দ্বিতীয় ছবিতে স্ক্রিপ্টের ক্লোজআপ পোস্ট করেছেন মনামী।

নাম শুনে বোঝা যাচ্ছে এই ছবিটি হবে কমেডি ঘটানোর। হঠাৎ কি কারণে এই ঘরানায় ছবি করছেন মনামী (Monami Ghosh)? মনামী তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমার পরবর্তী ছবির নাম ‘ফণীবাবু যুগ যুগ জিও’ (Phonibabu Jug Jug Jiyo)। ফণীবাবুর মত সুন্দর, আনন্দময় এবং এই রকম দমফাটা হাসির গল্প এর আগে আমার কাছে আসেনি। ” এই ছবিতে মনামী অভিনীত চরিত্রের নাম সুন্দরী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

‘ফণীবাবু যুগ যুগ জিও’র (Phonibabu Jug Jug Jiyo) কাহিনী সংলাপ ও পরিচালনার দায়িত্বে আছেন রাজু মজুমদার। এই ছবির প্রযোজনা করছে আদিকা প্রডাকশন্স। এই ছবির উপস্থাপনা করছেন আদিত্য অশোক। প্রসঙ্গত মনামী ঘোষ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী এবং নৃত্য শিল্পী । অভিনয় এবং নাচের পাশাপাশি তিনি প্রায়শই বানান রীল এবং পেশাদার ব্লগিংয়ের ভিডিও। তার ইনস্টাগ্রামে তিনি অনুরাগীদের জন্য ভাগ করে নেন বেড়ানোর মুহূর্ত থেকে শুরু করে নানান মুহূর্ত।ইনস্টাগ্রামে প্রচুর অনুসরণকারী রয়েছে মনামীর । কয়েকদিন আগেই জাপান ভ্রমণে গিয়েছিলেন মনামী। তার একটি ব্লগ ও সম্প্রতি শেয়ার করেছেন তিনি । ভ্রমণে গিয়ে চোটের ঘটনাও জানিয়েছিলেন তিনি।