BJP: ‘এতবছর ধরে কি করেছেন ছিঁ…ছেন’-বিস্ফোরক তথাগত

আসন্ন দলত্যাগ ধসে বিজেপি আরও নামতে চলেছে

News Desk: বঙ্গ বিজেপির অভ্যন্তরের কী পরিস্থিতি বা দলের পুরনো নেতাদের সম্পর্কে নব্য নেতাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কেমন আলোচনা হয় তারই কি়ছু দিক আলোকপাত করেছেন প্রবীন নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

উপনির্বাচনে চার কেন্দ্রেই পরাজয় হয়েছে বিজেপির। তার মধ্যে দুটি কেন্দ্রে গতবার জয়ী হলেও এবার হাতছাড়া হওয়ায় বিরাট ধাক্কা বিরোধী দলে। এমন পরাজয়ের পর চুপ থাকেননি তথাগত রায়। তিনি টুইট করে দলের নব্য নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেছেন।

   

https://twitter.com/tathagata2/status/1455467119756263424?s=20

তথাগত রায়ের লক্ষ্য বর্তমান নেতারা। তাদের ভাষা কেমন তার টুকরো বর্ননা তিনি টুইটে লিখেছেন। বিজেপির অভ্যন্তরে এ নিয়ে তীব্র শোরগোল চলছে। সূত্রের খবর, পরপর ১২ জন বিধায়ক দলত্যাগ করতে তৈরি। তাদের রোখা সম্ভব নয় বলেই ধরে নিয়েছে রাজ্য নেতৃত্ব।

<

p style=”text-align: justify;”>উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়ে বিধানসভায় শক্তি বাড়িয়ে নিল। শক্তি কমল বিজেপির। আসন্ন দলত্যাগ ধসে বিজেপি আরও নামতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন