নির্বাচন মিটতেই ছুটির মেজাজে সমুদ্রসৈকতে সপরিবারে রাজ্-শুভশ্রী

raj-subhashree

নির্বাচনের কারণে আপাতত বন্ধ রয়েছে শুটিং। নির্বাচন মিটতেই অবসর ভ্রমণে বেরিয়ে পড়ছেন তারকরা। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেই মুহূর্ত। নির্বাচন চলাকালীন ব্যস্ত কর্মসূচি ছিল ব্যারাকপুরের (Barrackpore) তারকা বিধায়ক রাজ্ চক্রবর্তীর (Raj Chakraborty)। ব্যারাকপুর কেন্দ্রের লোকসভা নির্বাচন এর প্রার্থী পার্থ ভৌমিক সহ বিভিন্ন প্রার্থীর সমর্থনে করতে হয়েছে প্রচার। নির্বাচন মিটতেই সপরিবারে বেরিয়ে পড়লেন রাজ্।

রাজ্ চক্রবর্তীর (Raj Chakraborty) স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) ইনস্টাগ্রাম (Instgram) এর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ফুকেট ভ্রমণে বেরিয়েছেন এই দম্পতি।একটি ছবিতে শুভশ্রীকে লাল শার্ট পরে ছেলে ইউভান এর সঙ্গে ফুকেতের (Phuket) সমুদ্রসৈকতে দেখা যাচ্ছে আবার কখনও স্বামী রাজের সঙ্গে নিজস্বীও পোস্ট করেছেন শুভশ্রী। একটি ছবিতে ছেলে ইউভানকে অদূরে চুম্বন দিতেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অন্য একটি ছবিতে ছেলে ইউভান এর সঙ্গে সমুদ্রসৈকতে নিজস্বী তুলেছেন পরিচালক রাজ্ চক্রবর্তী ও।

   

আরেকটি পোস্টে এ সুইমিং পুলের ধরে দেখা যাচ্ছে শুভশ্রী, রাজ্ ও ইউভানকে। শুভশ্রীর পরনে রয়েছে কালো ব্রালেট এবং বিকিনি পিস, এবং রাজ্ রয়েছেন খালি গায়ে। ছেলে ইউভান এর ছবি প্রকাশ করলেও, মেয়ে ইয়ালিনর কোনও ছবি প্রকাশ করেননি এই দম্পত্তি।প্রথম থেকে ছেলে ইউভানকে সমাজমাধ্যম এর সামনে আনলেও ইয়ালিনীর মুখ প্রকাশ্যে আনেননি এই দম্পতি। কখনও তার পেছন দিক থেকে ছবি, কখনও তার ছোট্ট দুটি পায়ের ছবি দিয়েই অনুরাগীদের আবদার মিটিয়েছেন শুভশ্রী।

এই মুহূর্তে কোনও ব্যস্ততা নেই শুভশ্রীর । তিনি সাম্প্রতিক শেষ করেছেন তার আগামী ছবির কাজ। এই ছবিটির নাম ‘বাবলি’, যা বুদ্ধদেব বসুর কাহিনী অবলম্বনে তৈরী । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটির টিজার। শুভশ্রীর বিপরীতে ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়।, পরিচালনা করছেন রাজ্ চক্রবর্তী। এছাড়া দেবালয় ভট্টাচার্যের একটি ছবিতে কাজ করার কথা রয়েছে অভিনেত্রীর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন