বিবৃতি অতীত! বসন্তে নতুন প্রেমে মজেছেন তথাগত

বসন্তের আমেজ গায়ে মাখছে শহরের সব অলি-গলি, শুরু হয়েছে ভালোবাসার মরসুম। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ। আর ভ্যালেন্টাইন’স ডে-র ঠিক আগেই অভিনেতা-পরিচালক তথাগত…

after-debolina-dutta-actor-and-director-tathagata-mukherjee-fall-in-love-with-someone

বসন্তের আমেজ গায়ে মাখছে শহরের সব অলি-গলি, শুরু হয়েছে ভালোবাসার মরসুম। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এটা প্রেমের সপ্তাহ। আর ভ্যালেন্টাইন’স ডে-র ঠিক আগেই অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) নিজের ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন বলে ইঙ্গিত দিলেন।

Advertisements

পরিচালক ও অভিনেতা তথাগত জীবনে নতুন প্রেমের এক অধ্যায় শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। তথাগত (Tathagata Mukherjee) নিজে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘মিথ্যে নয়, তবে আমি এখনও তাঁর নাম এবং পরিচয় প্রকাশ করছি না। সময় এলে নিজেই জানাবো।’ পরিচালক জানান, তাঁর সম্পর্কের বয়স মাত্র দু’মাস এবং এই সম্পর্কের ব্যাপারে তিনি বিশেষ কিছু খুলে বলেননি। তবে, গুঞ্জন রয়েছে যে তথাগতের নতুন প্রেমিকা ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তথাগত (Tathagata Mukherjee) তাঁর নতুন সম্পর্ক নিয়ে আরও বলেন, ‘বিষয়টা বেশ সিরিয়াস, তবে আপাতত শুধু এটুকুই বলব।’

   

প্রসঙ্গত, ২০১২ সালে দেবলীনা দত্তের (Debolina Dutta) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তথাগত। এটি ছিল তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তথাগত- দেবলীনার সংসার ছিল পোষ্যদের সঙ্গে ভরা। তবে ২০২১ সালের শেষের দিকে তাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরে। এরপরে বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছু গুঞ্জন উঠেছিল। যদিও তাঁরা বরাবরই বলেছেন তারা একে অপরের ভালো বন্ধু। তবে তথাগত ও দেবলীনার বিচ্ছেদ সঙ্গতভাবে অনেকের মধ্যে অনেক প্রশ্ন এবং শোরগোল সৃষ্টি করেছিল।

তথাগত (Tathagata Mukherjee) এবং দেবলীনার সম্পর্ক নিয়ে অনেক প্রশ্নই ঘুরছে। তবে বর্তমানে তারা একে অপরের প্রতি সম্মান রেখে নিজেদের জীবন চলাচল করছেন। উভয়েই নতুন সম্পর্কের দিকে যেতে চান না, বরং নতুন জীবন নিয়ে নিজেদের পরিকল্পনাও তৈরি করছেন।