Rahool Mukherjee: মুখ্যমন্ত্রীর উদ্যোগে অবশেষে শুটিংয়ে ফিরলেন রাহুল, অসহযোগিতা প্রত্যাহার ফেডারেশনের

Rahool Mukherjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই অবশেষে কাটল জোট। মঙ্গলবার থেকে এসভিএফ প্রযোজনা সংস্থার পুজোর ছবির পরিচালক হিসেবে শুটিং ফ্লোরে ফিরেছেন রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। শুধু ফেরায় নয়, তিনি শুরু করলেন ছবির শুটিংও। এদিন তাঁর শুটিংয়ে হাজির ছিলেন টালিগঞ্জের টেকনিশিয়ানরাও। সম্প্রতি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ছবি। সেকেখানে একটি স্টুডিওতে দেখা আজচ্ছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে। সেই ছবিতে রয়েছেন অভিনেতা অনির্বান ভট্টচার্য ও ও সিনেমাটোগ্রাওহের সৌমিক হালদারকেও। কীভাবে শেষ পর্যন্ত কাটলো অচলবস্থা?

Advertisements

শোনা গিয়েছে যে গত ৩০ জুলাই ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেডারেশনকে কিছু পরামর্শ দেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রীর মর্যাদা ও সম্মানের কথা মাথায় রেখে রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ওসযযোগিতা প্রত্যাহার করে নেন টেকনিশিয়ানরা।


সোমবার রাতে বৈঠকে বসে ফেডারেশন। তারপর একটি বিবৃতি প্রকাশ করে তাঁরা জানান যে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে মর্জাদা তাঁদের কর্মবিরতি অসহযোগিতার নিচ্ছেন তাঁরা। তাঁদের বিবৃতিতে আরও জানানপি হয়েছে যে ভবিষ্যতে কোনও পরিচালক যেন ‘গুপী শুটিং’যে পথে না হাঁটেন । সংবাদমাধ্যমকেও বিভ্রান্তুমূলক খবর না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, নিয়মের বিরুদ্ধে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতিতে পাঠিয়েছিল ফেডারেশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট বিরোধিতা করে টালিগঞ্জের পরিচালক ও তারকারা।

Advertisements

Stree 2: মুক্তি পেল ‘স্ত্রী ২’ এর তৃতীয় গান, জমল শ্রদ্ধা-রাজকুমারের রসায়ন, সঙ্গে রইল চমকও!

সকাল সাতটা নাগা স্টুডিওতে পৌঁছে যান টেকনিশিয়ানরা। দুর্গা পুজোয় মুক্তির কথা রয়েছে এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থার একটি ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বান ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), ছাড়াও রয়েছেন অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকারের মতো শিল্পীরা। জানা যাচ্ছে যে এই ছবিটি বিখ্যাত দক্ষিণী ছবি ‘গারুড়ন’-এর (Garudan) বাংলা রিমেক।