HomeEntertainment'অ্যানিমাল' এর পর ফের খল চরিত্রে ববি, কি কারণে এই সিদ্ধান্ত?

‘অ্যানিমাল’ এর পর ফের খল চরিত্রে ববি, কি কারণে এই সিদ্ধান্ত?

- Advertisement -

২০২৩ সালে ‘অ্যানিমাল’ ছবিতে খলনায়ক আবরার হকের ভূমিকায় অভিনয় করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন ববি দেওল (Bobby Deol)। বাক্স অফিস সাফল্য এবং সমালোচকদের প্রশংসা, এই ক্ষেত্রে দুটোই জিতে নেন ববি। তবে তার আগেও ওটিটি দুনিয়ায় ‘আশ্রম’ ওয়েব সিরিজে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ববি। এবার আসন্ন তামিল সিনেমা ‘কাঙ্গুভাতে ফের খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববিকে।

দিশা পাটানি এবং ববি দেওলের প্রথম তামিল ছবি ‘কাঙ্গুভা’র ট্রেইলার সম্প্রতি পরিচালক সিরুথাই শিবার জন্মদিনে মুক্তি দেওয়া হয়। এই অ্যাকশন ছবিতে ফের খলনায়কের চরিত্রে দেখা যাবে ববিকে। এই ছবিতে নায়ক সুরিয়ার বিরুদ্ধে লড়তে দেখা যাবে ববিকে। পর পর কেন খলনায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি? ববির কেরিয়ারের দিকে নজর রাখলে দেখা যাবে যে ২০০৮ সালে ‘দোস্তানা’ সাফল্যের পর, ববির পরের ছবিগুলি বাণিজ্য করতে পারেনি বাক্স অফিসে। এই ছবিগুলি সফল না পাওয়া ববির ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে।

   

অভিনেতা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁর ছবি পর পর বাক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকে আর কেউ তাঁকে ছবির প্রস্তাব দিচ্ছিলেন না। ববির কথায়, “আমি হাল ছেড়ে দিই। আমি নিজেকে করুণা করতে শুরু করি এবং মদ্যপান করতাম। আমি শুধু বাড়িতে বসে থাকতাম এবং ভাবতাম ‘কেন আমাকে ছবিতে নেওয়া না? একদিন হঠাৎ আমি আমার ছেলেকে বলতে শুনলাম, ‘মা, বাবা তো বাড়িতে বসে থাকেন এবং আপনি প্রতিদিন কাজ করতে যান।’ এরপর আমি সিদ্ধান্ত নিই যে আমি কাজে ফিরবেই।”

ববির কেরিয়ারে মোড় ঘরে ২০২০ সালের ‘আশ্রম’ ওয়েব সিরিজ মুক্তির পর। এই সিরিজে অনেক দিন পর একজন খলনায়ক, বাবা নিরালার চরিত্রে অভিনয় করেছিলেন ববি। একজন খলনায়কের চরিত্রে অভিনয় করার পর সমালোচকের প্রশংসা এবং পুরস্কারের জন্যে মনোনীত হন ববি। ২০২২ সালে তাঁর পরবর্তী চলচ্চিত্র ‘লাভ হোস্টেল’ এও আবার খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ববি। শোনা গিয়েছে যে যশ রাজ্ ফিল্মসের স্পাই উনিভার্সের ছবি ‘আলফা’তেও খলনায়ক হিসেবে থাকতে পারেন ববি। 

শুধু ববি দেওল নন। বাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত ও বেশি কিছু দক্ষিণী ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। ‘টাইগার নাগেশ্বর রাও’, ‘অশ্বত্থামা’ র মতো ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন যীশু। শাশ্বত চট্টোপাধ্যায় ও সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘কালকি ২৮৯৮’ এডিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বজুড়ে ১০০০ কোটির অঙ্ক ছাড়িয়েছে কালকির ব্যবসা। অন্যদিকে ববি অভিনীত ‘অ্যানিমাল’ বিশ্বজুড়ে কামিয়েছে ৯১৭ কোটি।

পছন্দের চরিত্রের অভাব নাকি বাক্স অফিসে সাফল্য, ঠিক কি কারণে দক্ষিণী ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতেবা রাজি হচ্ছেন উত্তর ভারতের অভিনেতারা? উত্তর খুঁজছেন অনেকেই।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular