মাস ঘুরতেই জামিন আল্লুর,পদপিষ্ট ঘটনায় আপাতত স্বতি

অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন (Allu Arjun) । গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় (Stampede case) দক্ষিণী…

Allu Arjun Granted Bail in Pushpa 2 Stampede Case After 29 Days

অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন (Allu Arjun) । গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনায় (Stampede case) দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরেন।  এই ঘটনায় অল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিনেতা ১৩ ডিসেম্বর গ্রেফতার হন। তবে পরের দিন তেলঙ্গানা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন। অবশেষে সেই বিতর্কের বোঝা নামল অভিনেতার কাঁধ থেকে। শুক্রবার বিকেলে জামিন পেলেন অল্লু।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’(Pushpa 2) -এর বিশেষ প্রদর্শনীতে দর্শকদের উপচে পড়া ভিড় জমেছিল সন্ধ্যা থিয়েটারে। এই থিয়েটারটি ছিল ‘পুষ্পা ২’ ছবির বিশেষ স্ক্রীনিংয়ের জন্য একমাত্র স্থান। ছবির মুক্তির আগেই নির্বাচিত দর্শকদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

   

তবে থিয়েটারে বিশাল জনসমাগমের কারণে ব্যাপক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটে এবং তাঁর পুত্র গুরুতর আহত হন। এই ঘটনার পরই থিয়েটারের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে অল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কারণ তিনি ছবির প্রধান চরিত্র তাঁর জনপ্রিয়তার কারণে দর্শকদের ভিড় ছিল অত্যাধিক।

এই ঘটনার পর অল্লু অর্জুন (Allu Arjun) সহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ১৩ ডিসেম্বর অল্লু অর্জুনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর নিম্ন আদালতে তাকে পেশ করা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে, অল্লু অর্জুন তার গ্রেফতারের বিরুদ্ধে তেলঙ্গানা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mythri Movie Makers (@mythriofficial)

 অন্যদিকে আল্লু অর্জুনের ‘পুষ্পা 2’  বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিপুল পরিমাণ আয় করছে। ছবিটির আয় দেখে মনে হচ্ছে এটি নতুন রেকর্ড গড়তে পারে। এখন দেখার বিষয় এর আয় কোথায় থামবে?