HomeEntertainmentAdrit Roy: সোশ্যাল মিডিয়ায় 'দিদিয়া'র সঙ্গে সম্পর্কের শিলমোহর দিলেন অদৃত

Adrit Roy: সোশ্যাল মিডিয়ায় ‘দিদিয়া’র সঙ্গে সম্পর্কের শিলমোহর দিলেন অদৃত

- Advertisement -

‘দিদিয়া’ ওরফে কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন অদৃত (Adrit Roy)। বেশ কিছুদিন করে সিদ্ধার্থ ও দিদিয়ার প্রেমের খরবে ম ম করছেন টেলি-পাড়া। গুঞ্জনের শুরু হয়, অদৃতের সঙ্গে তাঁর প্রেমিকা সুপ্রিয়া মন্ডলের বিচ্ছেদ দিয়ে। রটনা বলছে, ‘মিঠাই’ ধারাবাহিকে কাজ করতে এসে সম্পর্ক তৈরি হয় অদৃত ও কৌশাম্বির। প্রায় দশ বছরের সম্পর্ক ছিল আদৃত-সুপ্রিয়ার। গত বছর নভেম্বর নাগাদ সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল আদৃতের। কিন্তু দিদিয়ার প্রেমে সে সম্পর্ক ভেঙে দেয় অদৃত। এরপর অন্য একজনের সঙ্গে আংটি বদল করেন সুপ্রিয়া।’ কিন্তু সত্যিটা কি? অদৃত ও কৌশাম্বীর মধ্যে সত্যি কি কোনও ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছে।

মুক্তির আগেরদিন অনুরাগীদের বড় চমক দিলেন জিৎ

   

সত্যিটা হচ্ছে হ্যাঁ। দিদিয়াকে ভালবাসে সিড। সেকথাই সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলেছেন। তবে ভুল ভাববেন না। কৌশাম্বী-অদৃতের ভালবাসা শুধু বন্ধুত্বের। সম্প্রতি ইনস্ট্রায় ‘দিদিয়া’র ছবি শেয়ার করে সিদ্ধার্থ মোদক লিখেছেন, ‘দুটো মানুষ, যারা অন্যের ব্যাপারে কথা বলে না বা সব কিছুতে নাক গলায় না। মানুষের কাজ বলা, আর আমাদের দুই প্রিয় বন্ধুর কাজ বিন্দাস থাকা।’

রুদ্রিকের সম্পর্কে অজানা তথ্য ফাঁস করতে চলেছেন অভিনেতার মা

চিত্রাট্যে (Bengali serial) বদল এলেও বদলালোনা ভাগ্য। আরও একবার হাতছাড়া সিংহাসন। টানা কয়েক সপ্তাহ প্রথম পাঁচে থাকার পরে ৮.১ পেয়ে শীর্ষে ‘ধুলোকণা’। এ সপ্তাহে ধারাবাহিকের টিআরপি তালিকায়ে বেশ চমকপদ। যেখানে এক নম্বরে অধিকাংশ দিনই জায়গা করে নেয় গাঁটছড়া অথবা মিঠাই। কিন্তু এবার সেই ধারা বজায় থাকল না। এই দুই ধারাবাহিককে পিছনে ফেলে দিল লালন ও ফুলঝুড়ি। দুই নম্বরে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে স্টার জলসার গাঁটছড়া ও জি বাংলার মিঠাই। দুটিরই রেটিং পয়েন্ট ৮। তিন নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক গৌরী এলো। এর রেটিং পয়েন্ট ৭.৯। এর পরেই অর্থাৎ চার নম্বরে রয়েছে স্টার জলসার আলতা ফড়িং যার রেটিং পয়েন্ট ৭.৭।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular