Adrit Roy is Dating: ‘দিদিয়া’র সঙ্গে প্রেম করছেন ‘উচ্ছেবাবু’

adrit roy

কলকাতা: রিল লাইফে প্রেমের নামে দশ হাত দূরে পালায় ‘মিঠাই’-এর উচ্ছেবাবু। কিন্তু বাস্তবে ‘দিদিয়া’র সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সে। টেলিপাড়ার জোর গুঞ্জন, চুটিয়ে প্রেম করছেন আদৃত (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তী। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে তাঁরা প্রেম করছেন।

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’।  ঘটনাচক্রে এই ধারাবাহিকে কৌশাম্বী তাঁর দিদির ভূমিকায় অভিনয় করেন। অদৃত তাকে ডাকেন ‘দিদিয়া’ বলে। শোনা গিয়েছে, ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতে করতেই আলাপ দুই শিল্পীর। তার পরে প্রেম।

   

সম্প্রতি আদৃত রায়ের বিয়ে ভাঙার খবরে ছয়লাপ ছিল টেলিপাড়া। গত বছরের শেষে গাঁটছড়া বাধার কথা ছিল অদৃত ও তাঁর বহু বছরের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলে। কিন্তু অজানা কোনও কারণে ভেঙে যায় বিয়েটা। এমনকি লতি মাসের শুরুতেই অন্য এক পুরুষের সঙ্গে আংটি বদল হয়ে যায় সুপ্রিয়ার।

এখন অনেকে বলেছেন, কৌশাম্বীই নাকি কারণ এই বিয়ে ভাঙার। তবে সত্যি কি তা এখনও জানা যায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন