আদৃত-কৌশাম্বীর বৌভাতে গরহাজির সৌমিতৃষা ? রহস্যময় পোস্ট ইঙ্গিত করলেন অভিনেত্রী

বৃহস্পতিবার সন্ধ্যায় বিবাহ- বন্ধনে আবদ্ধ হন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী, অর্থাৎ ‘মিঠাই’ ধারাবাহিকের ‘উচ্ছে বাবু’ এবং ‘দিদিয়া’। তাদের বৌভাত অনুষ্ঠিত…

adrit-kaushami

বৃহস্পতিবার সন্ধ্যায় বিবাহ- বন্ধনে আবদ্ধ হন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী, অর্থাৎ ‘মিঠাই’ ধারাবাহিকের ‘উচ্ছে বাবু’ এবং ‘দিদিয়া’। তাদের বৌভাত অনুষ্ঠিত হয় টালিগঞ্জের একটি ক্লাবে। সেখানে হাজির ছিলেন টালিগঞ্জের বহু পরিচিত মুখ। উপস্থিত ছিল টিম ‘মিঠাই’ও। তবে বাদ পড়ল স্বয়ং “মিঠাই” ওরফে সৌমিতৃষা কুণ্ড ।

একই ধারাবাহিকে অভিনয় করায় এবং মিঠাই এর অনেক কলাকুশীল ওই অনুষ্ঠানে হাজির থাকায়, সৌমিত্রিশাকেও দেখার আশা রেখেছিলেন ভক্তরা। তবে সেইদিন অনুষ্ঠানে হাজির ছিলেন না আদৃত এর সহ- অভিনেত্রী সৌমিত্রিশা। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্তরের খবর, নিমন্ত্রণ করা হয়নি অভিনেত্রীকে ।

   

এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি সৌমিতৃষা। তবে জল্পনার মাঝে বৌভাতের অনুষ্ঠানের রাতে একটি রহস্যময় পোস্ট করেন তিনি।তার ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রদ্ধা কপূরের একটি রীল শেয়ার করেন, সৌমিত্রিশা । যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, ‘‘কিছু না করেই সব সময় প্রচারের আলোয় চলে আসি আমি।’’ সঙ্গে একটি ইমোজিও জুড়ে দেন তিনি। অনেকেই ধারণা সম্ভবত আদৃত-কৌশাম্বীর বিষয় নিয়ে যেভাবে তাকে চর্চা করছে গণমাধ্যম, তারই উত্তরে হেঁয়ালীতে ইঙ্গিতপূর্ন মন্তব্য করেছেন তিনি।