Adipurush first look: অকালবোধনের পঞ্চমীতেই দেখা মিলল আদিপুরুষের

Adipurush first look

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির মুখ্য অভিনেতা প্রভাস শেয়ার করলেন এই ছবির প্রথম লুক। বহুদিন ধরে সিনেমা প্রেমীরা অপেক্ষা করে বসে ছিলেন এই ছবির জন্য। আগামী বছরের ১২ ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে ওম রাউতের পরিচালনায় ছবি ‘আদিপুরুষ’।

Advertisements

এখানে বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসকে দেখা যাবে রামচন্দ্রের ভূমিকায়, বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে দেখা যাবে রাবণের ভূমিকায় এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যাননকে দেখা যাবে সীতার ভূমিকায়। অনেকেই মনে করছে প্রভাসের ক্যারিয়ারের এটি হতে চলেছে সবচেয়ে বড় ছবি।

   
Advertisements

সম্প্রীতি অভিনেতা তার সোশ্যাল মিডিয়ায় এই ছবির একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে রামের ভূমিকায় প্রভাস আকাশের দিকে তীর ধনুক তাক করে তাকিয়ে রয়েছে। এবং ক্যাপশনে লিখেছেন ‘আগামী ২ অক্টোবর সন্ধ্যায় ‘আদিপুরুষ’ ছবির নতুন পোস্টার ও টিজার প্রকাশ করা হবে।’ তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার অনুরাগীরা বেশ উৎসাহ দেখিয়েছে ছবিটাকে নিয়ে।বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। হিন্দি, তেলুগু, তামিল, মালায়লম ও কানাড়া ভাষায় মুক্তি পাবে ছবিটি।বর্তমানে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।