বিদিতা বাগের প্রাক্তন প্রেমিকের সঙ্গে ‘গারবেজ ফ্যান্টাসি’ মেতেছেন আদা!

ভালাবাসার দিন প্রতিদিন। কিন্তু একদিন সেই ভালবাসা উৎযাপন করতে মেতেছেন আমজনতা থেকে তারকা সবাই। নিজের নিজের মতো করে প্রেমদিবস কাটিয়েছেন সবাই। কিন্তু সবার থেকে হটকে…

adah-sharma

ভালাবাসার দিন প্রতিদিন। কিন্তু একদিন সেই ভালবাসা উৎযাপন করতে মেতেছেন আমজনতা থেকে তারকা সবাই। নিজের নিজের মতো করে প্রেমদিবস কাটিয়েছেন সবাই। কিন্তু সবার থেকে হটকে ভি-ডে পালন করেছেন বলিস্টার আদা শর্মা। যা এখন রীতিমতো ভাইরাল। তা কি করেছেন তিনি।

গসিপ বলছেন আপাতত সিঙ্গেল আদা। তাই ভ্যালেন্টাইড ডে-তে হট কালো ড্রেস, খোলা চুল, কালো হাইহিল পরে সোজা চলে গেলেন শহরের ময়লা ফেলার জায়গায়। সেখানে গিয়ে এক একটা জঞ্জাল ফেলার বক্সকে জড়িয়ে ধরে ছবি তুললেন। ডাস্ট বিনের সঙ্গেই নানা কায়দায় পোজ দিলেন তিনি। এমনকি ময়লাও পরিস্কার করলেন। আর সব শ্যুট করে একটি ভিডিও পোস্ট করলেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ক্যাপশন ‘এই ধরণের ছেলেতেই আমি আকর্ষিত হই। তাকে ট্যাগ কর যারা আমার মতো এই ছেলেদের পছন্দ করে। আশা করবো সকলে মজা বুঝতে পারছ।’

Advertisements

মুহূর্তে আদার এই ভিডিও ভাইরাল হয়ে পরে। কমেন্টবক্স একের পর এক কমেন্টে ভরতে থাকে। যেমন অভিনেত্রী বিদিতা বাগ লেখেন, “এই আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করো না।” কেউ বলেছেন ‘গারবেজ ফ্যান্টাসি’। আবার কেউ লিখেছেন, বোন আমাদের বাড়ির ময়লা গুলোও নিয়ে যাও।” কেউবা কমেন্ট বক্স ভরছেন প্রশংসায়।

আদা শর্মা বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। তাঁকে প্রথম দেখা গিয়েছিল ২০০৮ সালে ভূতের ছবি ‘১৯২০’-তে। এই ছবিটি সফল হয়। এবং এই বছরেই ফ্লিমফেয়ারের তরফে সেরা নায়িকার খেতাব জিতে নেন তিনি। এর পর ২০১৪ সালে তাঁকে দেখা যায় ‘হাসি তো ফাঁসি’ ছবিতে। এছাড়াও সাউথে বেশ জনপ্রিয় আদা। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন মডেলিং ও ফটোশ্যুট নিয়ে।