Swetha-Rubel: রিল জগতের জুটি সম্ভবত বাস্তব জগতের সঙ্গী হচ্ছে

সবেমাত্র কিছুদিন হয়েছে জি বাংলার খ্যাতনামা ‘যমুনা ঢাকি’ (Yamuna dhaki) ধারাবাহিকের গল্পে যবনিকা পড়েছে। দীর্ঘমেয়াদী ধারাবাহিক চলাকালীন বেশ অনেকদিন ধরে নিজেদের স্থান ধরে রেখেছিলেন টিআরপির…

Swetha Bhattacharya and Rubel Das

short-samachar

সবেমাত্র কিছুদিন হয়েছে জি বাংলার খ্যাতনামা ‘যমুনা ঢাকি’ (Yamuna dhaki) ধারাবাহিকের গল্পে যবনিকা পড়েছে। দীর্ঘমেয়াদী ধারাবাহিক চলাকালীন বেশ অনেকদিন ধরে নিজেদের স্থান ধরে রেখেছিলেন টিআরপির ওঠাপড়ার নিরিখে।

   

যমুনা ঢাকি’ ধারাবাহিকের এই জুটি দর্শকদের মধ্যে অন্যতম জনপ্রিয় জুটি ছিল। বর্তমানে দুর্গাপূজার প্রাক্কালে সেই যমুনা থাকি জুটি আবারো দেখতে পাওয়া যাচ্ছে একসাথে বাস্তবের মাটিতে। স্বেতা ভট্টাচার্য (Swetha Bhattacharya) ওরফে যমুনা তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তার এবং অভিনেত্রীর সহকর্মী রুবেল দাসের (Rubel Das) সাথে একসঙ্গে ছবি তুলে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।

এই জুটির যুগলে ফটো দেখে অনুমান করা যাচ্ছে যে, হয়তো এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে কোন নতুন প্রেমের দানা বাঁধছে ধীরগতিতে। শুভ বিজয়ার পোস্ট করা ছবিগুলির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী মা দুর্গাকে বরণ করছেন, সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং সঙ্গে রয়েছে অভিনেতা রুবেল দাস। স্বেতা ভট্টাচার্যের 2010 সালে ভালোবাসা.কম ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয়।