Swastika Mukherjee: ‘শিবপুর’ সাফল্যের মাঝেই পুরী ভ্রমণে স্বস্তিকা

গত সপ্তাহে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি শিবপুর। ভীষণ ভালো সাড়া ফেলেছে বক্স অফিসে এই ছবি। তবে ছবি নায়িকা এই সপ্তাহে পুরী ভ্রমণে গিয়েছেন।…

Swastika Mukherjee: ‘শিবপুর’ সাফল্যের মাঝেই পুরী ভ্রমণে স্বস্তিকা

গত সপ্তাহে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি শিবপুর। ভীষণ ভালো সাড়া ফেলেছে বক্স অফিসে এই ছবি। তবে ছবি নায়িকা এই সপ্তাহে পুরী ভ্রমণে গিয়েছেন। এক নন, ১৪ জনের সঙ্গে গিয়েছেন পুরী।

পুরীতে চুটিয়ে আনন্দ করছেন অভিনেত্রী। শেয়ার করছেন ভুরি-ভুরি ছবি তাঁর সোশ্যাল মিডিয়াতে। ছবিতে কখনও স্বস্তিকার সঙ্গে গায়িকা ইমন চক্রবর্তী, আবার কখনও আবার ফ্য়াশন ডিজাইনার অভিষেক রয়েছেন। বহুদিন পর পুরীতে গিয়েছেন বলেই জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা।Swastika Mukherjee: ‘শিবপুর’ সাফল্যের মাঝেই পুরী ভ্রমণে স্বস্তিকা

স্বস্তিকা একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনের লিখেছেন, “১৪ জন মিলে পুরী গিয়েছিলাম। বন্ধু, বন্ধুদের বন্ধু, মূল কারণ জগন্নাথ দর্শন, অদ্ভুত ভাবে রবি ঠাকুর দর্শনও হল। কত গান গাইলাম সবাই, কত কথা, কত অজানা অনুভূতি। আজ স্বপ্ন দেখলাম। ওনার পায়ের কাছে চুপটি করে বসে আছি। প্রণাম করতে যাব, ঘুম ভেঙে গেল।“

Advertisements

বক্স অফিসে কামাল দেখাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের শিবপুর। তারই মাঝে পুরীতে বন্ধুদের সঙ্গে আনন্দ অভিনেত্রীর।