স্মৃতিচারণে শ্রীলেখা! কোন ঘটনার কথা মনে করলেন তিনি, জানুন

শিকাগোর (Chicago) নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC) এর উদ্দেশ্যে সারা বিশ্বের বাঙালীকে একত্রিত করে প্রতি বছর অনুষ্ঠান ও উৎসবের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যকে…

sreelekha mitra

শিকাগোর (Chicago) নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC) এর উদ্দেশ্যে সারা বিশ্বের বাঙালীকে একত্রিত করে প্রতি বছর অনুষ্ঠান ও উৎসবের মাধ্যমে বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যকে উদযাপন ধরা। এই সম্মেলন এর আয়োজন করেন গ্রেটার শিকাগোর বাঙালী এসোসিয়েশন (Greater Chicago Bengali Association)। তাদের আয়োজন করা অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন টালিগঞ্জের বিশিষ্ট শিল্পীরাও। ২০০৭ এ তাদের আয়োজন করা অনুষ্ঠানের স্মৃতিচারণ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

২০০৭ সালে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (NABC) এর আয়োজন করা অনুষ্ঠান চলছিল আমেরিকার ডেট্রয়েট শহরে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) সহ টালিগঞ্জের বিশিষ্ট শিল্পার। শুক্রবার তার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ওই ছবিতে শ্রীলেখার সঙ্গে দেখা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborty), সুদেষ্ণা রায় (Sudeshna Roy), প্রমুখ শিল্পীদের। ছবির ক্যাপশনে লেখেন, “২০০৭ এর এনবিসি চলাকালীন ডেট্রয়েট শহরে সহকর্মীদের সঙ্গে। খুব ভালো সময় কেটেছিল। এই ছবিটি ইনস্টাগ্রাম রীল এবং সেলফি এর আগমনের আগের যুগের কথা মনে করিয়ে দেয়। “

   

শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) শেষ দেখা গিয়েছিল বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত ‘পারিয়া’ (Pariah) ছবিতে। সুধীর মিশ্র পরিচালিত হিন্দি ওয়েব সিরিজ ও ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি।