Sreelekha Mitra: সমালোচিতা শ্রীলেখা লক্ষী রূপে মন কেড়েছে নেট-দুনিয়ার

Actress Sreelekha Mitra

রুপালি পর্দার জগতে টলিউড কিংবা বলিউড প্রায় সকল অভিনেতা-অভিনেত্রীর জীবন নিয়ে সমালোচনা হয়েই থাকে দর্শকমহলে। তেমনি টলিউড জগতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) নামে গুঞ্জন প্রায়ই শোনা যায়। শ্রীলেখা মিত্রের অভিনয় যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে ‘বালিকার প্রেম’ নামক ধারাবাহিক দিয়ে।

এরপর একে একে তার জীবনে বহু রকমের চরিত্রে পাঠ করে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। নানা ধারাবাহিকের পাশাপাশি বহু সিনেমাতে তিনি অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ার দরুণ বেশ অনেকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। কোজাগরী লক্ষ্মী পূজার এই আবহে অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্বয়ং তিনি মা লক্ষ্মীরূপে ধরা দিয়েছেন দর্শকদের সামনে।

   

অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে বেশ ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। তার এই পোস্ট দেখে কোন কোন ফলোয়ার তাকে মন্তব্য করেছেন যে, ” সত্যি অপূর্ব লাগছে তোমাকে….. তোমাকে মা লক্ষ্মী রূপে দেখার ইচ্ছে অনেকদিন ধরে ছিল…. এবার তা পূরণ হল” আবার অনেকে বিদ্রুপ করে বলেছে, ” কার্নিভালে গেলেন না? ওখানে অনেক ডগিস ছিল”। মূলত শেষ যে মন্তব্যটি যিনি করেছেন তার পিছনে একটি অন্যতম কারণ রয়েছে। তা হল অভিনেত্রী পশুপ্রেমী বলে তিনি তার ফ্ল্যাটের নিচে রাস্তার বহু কুকুরকে রোজকার খাবার দিয়েই থাকে বলে এই ফ্ল্যাটের লোকেরা অভিযোগ করে এবং এই ঘটনার তরুণ অভিনেত্রীকে প্রায়শই দেখা যায় ফেসবুক লাইভ করতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন