Sayani Ghosh: টলিউড ইন্ডাস্ট্রিতে কাউকেই স্টার বলে মনে করেন না অভিনেত্রী সায়নী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। তবে বর্তমানে তাকে অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও বেশি দেখা যায়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের অর্থাৎ যুব…

Actress Sayani Ghosh

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। তবে বর্তমানে তাকে অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও বেশি দেখা যায়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের অর্থাৎ যুব তৃণমূলের রাজ্য সভাপতির পদে রয়েছেন। একটা সময় ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

Advertisements

বর্তমানে বাংলা ছবির পাশে দাঁড়ানো নিয়ে যেখানে শোরগোল চলছে সেখানে টলিউড নিয়েই বিষ্ফোরক মন্তব্য করতে শোনা গেল সায়নীকে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টলিউডের কেউ স্টার নয়’। কিন্তু কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী?

   

প্রসঙ্গত এদিন সায়নীর কথায়, “স্টার তো আকাশের নয়। আর আমি তো মনেই করি না টলিউডের কেউ স্টার। তার কারণ আমাদের ইন্ডাস্ট্রি ওত বড় নয়। স্টার তুমি তাকে বলবে যে তোমাকে ৫০০ কোটি টাকার ব্যবসা এনে দিচ্ছে। আজকে অমিতাভ বচ্চন হলেন একজন বড় ষ্টার। আজকে আমি ওনার সম্বন্ধে শুনেছি যে কল টাইম যদি সাতটায় থাকে তাহলে তিনি সাড়ে ছটার সময় এসে সেটে বসে থাকেন ইনি স্টার। যে চার ঘন্টা পরে শুটিংয়ে আসে, যার জন্য গোটা ইউনিটকে বসে থাকতে হয়, যে মেকআপ ভ্যান ছাড়া শুটিং করে না সে স্টার নয়। এগুলো শুধু নিজেদেরকে মনে করায়। আমি এগুলো অনেক দেখেছি বাংলা ইন্ডাস্ট্রিতে। তাই এখন তারা তাদের মত এবং তারা তাদের জায়গায় রয়েছে।আর আমি আমার জায়গায় এগিয়েছি।”

প্রসঙ্গত , বেশ কিছুদিন ব্রেকের পর আবার পর্দায় ফিরতে চলেছেন সায়নী। এবার ডার্ক কমেডিতে সায়নী জুটি বাঁধছেন সোহম চক্রবর্তীর সাথে। মুক্তি পেল সেই আসন্ন ছবির পোস্টার  “এল এস ডি, যার পুরো নাম লাল স্যুটকেসটা দেখেছেন?।”

জানা যাচ্ছে এই দুই তারকা ছাড়াও ওই ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, লাবণী সরকার, সুমিত সমাদ্দার, জুন মাল্য, অভিজিৎ গুহ, সুব্রত মুখোপাধ্যায় ও অন্যান্যরা।সোহমের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবি।