Sandipta Sen: সবুজ সালোয়ার-কামিজে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন সন্দীপ্তা

টলি অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় সন্দীপ্তা সেন (Sandipta Sen)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুর্গার মাধ্যমে বিনোদন জগতে পথ চলা শুরু।

Bengali actress Sandipta Sen in a green salwar-kameez

টলি অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় সন্দীপ্তা সেন (Sandipta Sen)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দুর্গার মাধ্যমে বিনোদন জগতে পথ চলা শুরু। ধীরে ধীরে সেই ধারাবাহিক উঠে আসে প্রথম সারিতে। অভিনেত্রী অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ তাঁর অভিনয়ে মুগ্ধ সকলেই। ধারাবাহিকের পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে হাতে এসেছে একের পর এক কাজের সুযোগ আর সব জায়গাতেই সাবলীল ভাবে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি।

বর্তমানে শুধু ছোট পর্দা নয় পাশাপাশি রুপোলি পর্দাতেও দেখা মিলে ছবি অভিনেত্রীর, একই সাথে বেশ কিছু ওটিটি সিরিজে অভিনয়ও করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর রূপের যাদুতে কাবু সকলেই। তার মুখে সব সময়তেই থাকে এক অমলিন হাসি অনেকেই বলেন তাঁকে মা দুর্গার চরিত্রে বেশ মানিয়েছিল। তবে শুধু অভিনয় জগৎ নয়, অন্যদিকে সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়।

সেটা অবশ্য অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই বোঝা যায়। তিনি মাঝেমধ্যেই তার ভক্তদের সাথে তাঁর বিভিন্ন ছবি শেয়ার করে নেন। আর সেইসব ছবিতে ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।

সম্প্রতি ঠিক সেরকম একটি ছবি তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন ভক্তদের সাথে, সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী এক সবুজ রঙের সালোয়ার পড়ে দাঁড়িয়ে আছেন। সাথে অবশ্য রয়েছে মানানসই কানের দুল এবং সেই অমলিন হাসি যা দেখে আরো একবার অভিনেত্রীর প্রেমে পড়ে গেছেন সকলে।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

#SandiptaSen #GreenSalwarKameez #SocialMedia #Buzz #Reactions