সুস্থ অভিনেত্রী সন্ধ্যা রায়, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন তৃণমূল সাংসদ

গত শনিবার, বুকে অস্বস্তি নিয়ে হাসপাতলে ভর্তি হন বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Ray)। চিকিসৎসায় সাড়া দিয়ে তার ছয় দিন পর, হাসপাতাল থেকে…

গত শনিবার, বুকে অস্বস্তি নিয়ে হাসপাতলে ভর্তি হন বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Ray)। চিকিসৎসায় সাড়া দিয়ে তার ছয় দিন পর, হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী। অভিনেত্রীর পরিবার সূত্রে খবর, তিনি শনিবার হাসপাতালে ভর্তি হলেও, খবরটি প্রকাশ্যে আনতে চাননি তারা। ফলে সোমবারেই সামনে আসে অভিনেত্রীর (Sandhya Ray) হাসপাতলে ভর্তি থাকার খবর।

শনিবার (Saturday), ১৫ জুন (15th June), দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বর্ষীয়ান অভিনেত্রী। জরুরি বিভাগেই (Emergency) ভর্তি ছিলেন তিনি। তাঁর চিকিৎসার দায়িত্বভার দেওয়া হয় তিন জন সদস্যের একটি চিকিৎসকের দলকে।

   

অভিনেত্রী হাসপাতালকে জানান যে রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে তাঁর । তাঁর উচ্চরক্তচাপ চিন্তায় ফেলে চিকিৎসকদের। এর পর হাসপাতালের তরফে ইসিজি (ECG), ইকোকার্ডিওগ্রাফি (Echocardiography) ও রক্ত পরীক্ষা সহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয় অভিনেত্রীর ।

জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! নিজেই জানালেন রোগের কথা

হাসপাতাল কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজে জানিয়েছে যে চিকিৎসা চালু হতে তাতে সাড়া দেন অভিনেত্রী। নিয়ন্ত্রণে রয়েছে তার বুক ধড়ফড়ানি এবং শ্বাসকষ্টের সমস্যা। প্রয়োজন হয়নি তাঁকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার অথবা ভেন্টিলেশনে রাখার। স্বাভাবিকভাবে খাবারও খেতে পারছিলেন তিনি।

এরপর কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। শুক্রবার তাঁকে হুইলচেয়ারে করে হাসপাতলের বাইরে পৌঁছে দেন ৩ জন চিকিৎসকের দল যার মধ্যে ছিলেন কার্ডিওলজিস্ট ডাঃ পি.কে. মিত্র, হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ডাঃ সুস্মিতা দেবনাথ।

অনুরাগীদের কাছে বড় প্রশ্ন অঙ্কুশের, দিলেন উত্তরের অপশনও!

তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, সত্যজিৎ রায় (Satyajit Roy) পরিচালিত ‘অশনি সংকেত’ (Asani Sanket), তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ (Ganadebota), এছাড়াও রয়েছে ‘ভ্রান্তিবিলাস’ (Bhrantibilash), ‘মায়ামৃগ’, ‘পলাতক’, ‘বাঘিনী’, প্রমুখ । ২০১৪ সালের লোকসভা নির্বাচনে (2014 Lok Sabha Elections) জিতে মেদিনীপুরের (Midnapore) সাংসদ হয়েছিলেন তিনি।