নীল পোশাকে দীপ্তি ছড়ালেন রূপসা, কোন উপলক্ষে নজর কাড়লেন তিনি ? জেনে নিন

rupsha mukhopadhay

শনিবার ছিল রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay) এর জন্মদিন। জন্মদিনের দিন অভিনেত্রী জানিয়েছিলেন যে সেদিন রাতে পরিবার এবং ঘনিষ্ট বন্ধুদের নিয়ে একটি পার্টির আয়োজন করবেন তিনি। এইবার সেই পার্টির ছবি প্রকাশ্যে আনলেন তিনি ।

Advertisements

rupsha mukhopdhay

জন্মদিন ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলেন অভিনেত্রী (Rupsha Mukhopadhyay)। তারপর পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া করেন তিনি। এরপর ছিল ফটোশুট। সেই ফটোশুটের ছবিও সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে জন্মদিনের রাতে পরিবার এবং বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করছেন তিনি। পার্টি করার পর সেই ছবিও সমাজমাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী। তার জন্মদিনের পার্টিতে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee)।

আইনি জট কাটিয়ে নেটফ্লিক্সে ‘মহারাজ’-এর মুক্তিতে সায় আদালতের

Advertisements

জন্মদিনের পার্টি নীল চকচকে পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে (Rupsha Mukhopadhyay)। সঙ্গে কানে পড়েছিলেন ঝোলা দুল এবং পায়ে লম্বা হীলের জুতো। হাতে পরেছিলেন চুড়ি। আঙুলে পরেছিলেন আংটি। চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। রূপসার কেশসজ্জার দায়িত্বে ছিলেন স্বাদবিকা দেব শর্মা, তার পোশাকটি ডিসাইন করেছেন কোমল সুদ এবং ছবিগুলি তুলেছেন তিয়াস পাল। একটি ছবিতে চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে । আবার কখনও দেওয়ালে হেলান দিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে তাকে। তার পিছনের দেওয়ালে রয়েছে ফ্রেম করা বহু ছবি। ছবিগুলি দেখা বোঝা যাচ্ছে কোনও রেস্তোরাঁতেই চলছিল জন্মদিনের পার্টি।

rupsha mukhopadhay

টেলিভিশন জগৎ দিয়েই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় (Rupsha Mukhopadhyay)। ‘এসো মা লক্ষ্মী’, ‘ভালোবাসা ভালোবাসা’ ‘সাত ভাই চম্পা’ প্রমুখ টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। ‘লগন বয়ে যায়’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন রূপসা। তবে পথিকৃৎ বসু পরিচালিত ‘কে তুমি নন্দিনী’ (Ke Tumi Nandini) দিয়ে আলোচনায় আসেন তিনি। অভিনেতা বনি সেনগুপ্তর (Bony Sengupta) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ‘আবার অরণ্যের দিনরাত্রি’, অরিন্দম রায় এর হিন্দি ছবি ‘রাম’ (R.A.M) চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এম.এন. রাজ্ পরিচালিত ‘জান্নাত’ (Jannat) ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি।