Rekha: রাতের অন্ধকারে চোখে সানগ্লাস, ভাইরাল বর্ষীয়ান অভিনেত্রী রেখা

ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে অন্যতম ভানুরেখা গণেশন (Rekha)। ভাবছেন তিনি আবার কে! এই নাম তো কোনোদিন শুনিনি! তাহলে বলি ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী রেখা আসল নামই হল ভানুরেখা গণেশন।

Rekha's Viral Monsoon Look: Sunglasses in the Dark of Night

ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে অন্যতম ভানুরেখা গণেশন (Rekha)। ভাবছেন তিনি আবার কে! এই নাম তো কোনোদিন শুনিনি! তাহলে বলি ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী রেখা আসল নামই হল ভানুরেখা গণেশন।

১৯৬৬ সালে শিশু শিল্পী হিসেবে জীবনে প্রথম ছবিতে অভিনয় তারপরে একের পর এক হেড সিনেমা দিয়ে গেছেন নায়িকা হিসেবে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঋষি কাপুর জিতেন্দ্র সকলের সাথেই অভিনয় করেছেন তিনি। জিতে নিয়েছেন একের পর এক পুরষ্কার। তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে অভিনয় পাশাপাশি তিনি বরাবরই বিভিন্ন ধরনের পোশাকে সাজতে ভালবাসেন।

   

একটা সময় তাঁর রূপে পাগল ছিল গোটা পুরুষ জাতি, তবে বর্তমানে ভয়েস বাড়লেও তাঁর রূপের ঝলক একটুও কমেনি। একই সাথে অভিনেত্রী এখনো বিভিন্ন ধরনের পোশাকে নতুন ভাবে সাজতে ভালোবাসেন। অনেকে অবশ্য বলেন তিনি এই বয়সেও অন্যান্য অভিনেত্রীদের সহজেই টেক্কা দেবেন। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মধ্যরাতে চোখে রোদ চশমা পড়ে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম পোশাক শিল্পী মনিশ মালহোত্রার সাথে বেরিয়ে আসছেন।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

একই সাথে অভিনেত্রীর মাথায় রয়েছে বেজ কালারের পাগড়ি আর সব মিলিয়ে অভিনেত্রীর বয়স ধরে ফেলার ক্ষমতা কারোর নেই। ভিডিওতে সাংবাদিকদের উদ্দেশ্যে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, “তোমরা এত রাত পর্যন্ত কাজ করছ কেন এখন তো ঘুমানোর সময়”। সব মিলিয়ে ৭০ দশকের অভিনেত্রীর রুপের ঝলক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।