Mimi Chakraborty: মিমি এবার ওয়েব সিরিজে! অভিনেতা আলি ফজলের সাথে জুটি বাঁধবেন মিমি

mimi chakraborty

বাংলার জনপ্রিয় অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) যে বলিউডে পা রাখছেন তা নতুন খবর নয়। সম্প্রতি মুম্বাই থেকে “পোস্ত” ছবির রিমেকের শুটিং সেরে ফিরেছেন মিমি।

Advertisements

এবার খবর শোনা যাচ্ছে যে মিমি চক্রবর্তী একটি হিন্দী ওয়েব সিরিজেও কাজ করতে চলেছেন। ওয়েব সিরিজটির পরিচালনায় রয়েছেন সৌমিক সেন। যিনি এর আগে “গুলাবো গ্যাং” এবং “মহালয়া” করেছে। শোনা যাচ্ছে যে মিমি চক্রবর্তী সাথে এখানে জুটি বাঁধবেন অভিনেতা আলি ফজল (Ali Faizal)।

ওয়েব সিরিজ “মির্জাপুর” থেকে আলি ফজল নিজের অভিনয় গুনে দর্শকদের কাছে পরিচিত হয়েছে। এবার তার সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে মিমিকে। এছাড়া আরো শোনা যাচ্ছে যে আরো এক টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও থাকবেন এই ওয়েব সিরিজে। অনির্বাণ এবং মিমি একসাথে স্ক্রীন শেয়ার করেছিলেন এর আগে “ড্রাকুলা স্যার” ছবিতে। তবে এই ওয়েব সিরিজ টি নিয়ে এখনো পর্যন্ত কোন অফিসিয়াল মন্তব্য করা হয়নি।

Advertisements

সম্প্রতি মিমিকে অনেকদিন হলো স্ক্রিনে দেখতে পাওয়া যায়নি।মিমির অভিনীত মুক্তি পাওয়া শেষ ছবি ছিল “মিনি” বলে একটি বাংলা ছবি। তবে এবার মিমির ভক্তরা বেশ খুশি তাকে অনেকগুলি প্রজেক্টে পরপর দেখতে পাবে বলে।