Mimi Chakraborty: তৃণমূল সাংসদের মনোমোহিনী রিলের প্রেমে ভাসছেন বঙ্গবাসী

Actress Mimi Chakraborty

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) নামটা শুনলেই মনে হয় এককথায় ‘অনন্যা’। একাধারে যেমন তিনি অভিনেত্রী অন্যদিকে তিনি আবার লোকসভার অন্যতম সদস্য। এখন আবার এই অভিনেত্রী শুধু এই দুই গণ্ডির মধ্যে তিনি সীমাবদ্ধ নেই, বেশ কিছুদিন হল জানতে পারা যাচ্ছে তিনি নিজের কন্ঠের সুর বেঁধে গায়িকা হয়ে উঠছেন।

এই অভিনেত্রী স্টার জলসা ‘গানের ওপারে’ নামক খ্যাতনামা এক ধারাবাহিকে দিয়ে তার অভিষেক ঘটে অভিনয় জগতে। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে আনন্দ প্রদান করে গেছেন। 2012 সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে তিনি টলিউড জগতে পা রাখেন। অভিনয় জগৎ থেকে নানা অনুপ্রেরণায় তিনি 2019 সালে প্রথম নিজস্ব কন্ঠে একটি গানের ভিডিও প্রকাশ করে নেট দুনিয়ায় মাধ্যমে। তৎকালীন সময়ে সেই গান বাংলায় দর্শকদের বেশ মন কেড়ে নিয়েছিল।

   

বর্তমানে দুর্গাপূজার প্রাক্কালে তার সদ্য প্রকাশিত দ্বিতীয় গান ‘আমাদের পুজোর গান’ গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এইসব কিছুর পাশাপাশি অভিনেত্রী ইন্টারনেট দুনিয়াতেও বেশ জনপ্রিয় এক ব্যক্তি। অভিনেত্রী নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইনস্টাগ্রাম একাউন্টে নিজেকে বেশ সক্রিয় রাখেন।

আর এইসব করে রাখার দরুণই ইনস্টাগ্রামে সদ্য প্রকাশ করা ‘শুভানআল্লা’ গানে একটি ছোট্ট রীল বেশ ভাইরাল হয়ে ওঠে নেটিজেনদের কাছে। অভিনেত্রীর এই ভিডিওটিতে পরনে রয়েছে গোলাপি রঙের সালোয়ার সুট, কানে বড়ো ঝুমকো দুল। এই রীলটি দেখে কেউ মন্তব্য করেছেন, ” হায় মেরা দিল চুরালিয়া”, আবার কেউ বলেছেন, ” এত সুন্দর কেন তুমি?”। ভক্তদের ভালোবাসার জোয়ারে ভেসে গেছে তার কমেন্ট বক্স।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন