সীতা নবমীর দিনে রাম-সীতা মন্দিরে অভিনেত্রী কৃতি শ্যানন (Bollywood actress Kriti Sanon)। ছবি মুক্তির আগেই ভগবান রাম-সীতার কাছে আশীর্বাদ নিতে কৃতি পৌঁছে গেছেন পুনের তুলসীবাগের রাম-সীতা মন্দিরে।
চলতি বছরের ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ’। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে রামের চরিত্রে প্রভাসের লুক। সম্প্রতি মুক্তি পেয়েছে সীতার চরিত্রে কৃতি শ্যাননের লুক। সীতা নবমীর শুভ মুহূর্তে প্রকাশ্যে আনা হয়েছে সীতার লুক। মুক্তি পেয়েছে সীতা ও রামের মোশন পোস্টার। এই ছবি নিয়ে বিভিন্ন বিতর্কের মাঝেও অবশেষে রাম-সীতার লুক নজর কেড়েছে দর্শকদের।
রামায়ণের প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’। আদিপুরুষের ভিএফএক্স ও রাবণের চরিত্রে সইফের লুক নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হলেও এবারে কৃতির শ্যানন ও প্রভাসের লুক নিয়ে যথেষ্ট সন্তুষ্ট দর্শক।
কৃতিকে সীতার বেশে দেখে খুশি তাঁর অনুরাগীরা। সিঁথি ভরা সিঁদুর, কপালে লাল টিপ, চোখে জল ও শাড়িতে এক অন্য রূপে কৃতিকে দেখে নেটিজেনরা কমেন্ট করেছেন, ‘এটাই কৃতির সেরা লুক’।
এরপরই কৃতিকে দেখা গেল রাম-সীতার মন্দিরে। ভগবানের চরণে ফুল, ফল উত্সর্গ করেছেন তিনি। তবে, নেটিজেনদের মন্তব্য ছবি প্রচারের জন্য এমন পদক্ষেপ নিয়েছে কৃতি।