এই সবেমাত্র মিটেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। দুর্গাপূজার রেষ কাটতে না কাটতেই তড়িঘড়ি করে আবার রোজকার কাজে মন দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।
অভিনেত্রীর আগামী দিনে কোনো সিনেমা প্রকাশ পাবার তেমন কোনো খবর নেই। রঞ্জিত কন্যা অভিনেত্রী কোয়েলের ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাটের গুরু’ সিনেমার দ্বারা তার অভিনয় জীবনে প্রবেশ হয়। তার জীবনের প্রথম সিনেমাই হয়েছিল সুপারহিট। তারপর থেকে একে একে বাংলার দর্শককে উপহার দিয়ে গেছেন অগগুনিত সুপারহিট সিনেমা। তার শেষ সিনেমা ‘বনি’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তারপর থেকেই তিনি আচমকাই রুপালি পর্দা থেকে দূরে অন্তরালে চলে যান। বর্তমানে, দেখা যাচ্ছে আবারো তিনি ফিরে আসছেন কিন্তু তা বড়পর্দায় নয় বরং ছোট পর্দায় অতিথি বিচারক হিসেবে।
বর্তমানে, স্টার জলসায় অনুষ্ঠিত হতে থাকা এক নাচের রিয়ালিটি শোয়ের মাধ্যমে। যে শোয়ে প্রতি শনি-রবিবার দেখা যায় দেব, রুক্মিণী ও মোনামিকে মূল বিচারকের আসনে। আর প্রধানত এই রিয়ালিটি শোয়ের জন্যই অভিনেত্রী কিছু বিশেষ ফটোশুট করিয়ে সেই ছবি তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে আপলোড করেছেন।
পরনে রয়েছে তার লাল শাড়ি, লাল রঙের ব্লাউজে রয়েছে এমব্রয়ডারি কাজ এবং গলায় রয়েছে সরু নেকলেস ও খোলা চুলের সাথে তাকে লাগছে অপরূপা। তাক লাগি দেওয়া এই সকল ফটো অভিনেত্রী মুহূর্তের মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন। এই ফটো দেখে কেউ মন্তব্য করেছেন, ” বেস্ট পিক অফ দ্য ডে টলিউড কুইন” আবার কি বলেছেন ” হাউ বিউটিফুল ইউ আর”।