Indrani Haldar: ইন্দ্রাণীর যৌবন ম্যাজিকে মুগ্ধ অনুরাগীরা

বয়স পঞ্চাশের দোরগোড়ায় গেলেও নিজের যৌবনটি বেশ আগের মতই ধরে রেখেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ইন্দ্রাণীর মিষ্টি ব্যবহার এবং প্রাণখোলা হাসি দেখলে এখন ও…

Indrani Haldar

বয়স পঞ্চাশের দোরগোড়ায় গেলেও নিজের যৌবনটি বেশ আগের মতই ধরে রেখেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ইন্দ্রাণীর মিষ্টি ব্যবহার এবং প্রাণখোলা হাসি দেখলে এখন ও মনে পরে যায় ‘তেরো পার্বণ’ এর সেই ছোটো ইন্দ্রাণীকেই। বয়সের ছাপ তাঁর শরীরে এতটুকুও আঁচ ফেলতে পারেনি।সোশ্যাল মিডিয়ায় সদ্যই বেশ কিছু ছবি শেয়ার করেছেন ইন্দ্রাণী।ছবিতে তাঁকে দেখা যাচ্ছে,ছোট চুলে,মর্ডান ড্রেসে একেবারে ঝাঁ চকচকে লুকে ধরা দিয়েছেন ইন্দ্রাণী।মেম সাহেবের লুকে ইন্দ্রাণীর ম্যাজিক

মুহূর্তেই হিট সোশ্যাল মিডিয়ায়।তাই সেই পোস্ট ভাইরাল হয়েছে হু হু করে।সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ছোটপর্দাতে ও ইন্দ্রাণীর জনপ্রিয়তা তুঙ্গে।সদ্যই শেষ হয়েছে ইন্দ্রাণীর হিট ধারাবাহিক ‘শ্রীময়ী’।’গোয়েন্দা গিন্নি’ এবং ‘সীমারেখা’র পর এই ধারাবাহিকটি ছোটপর্দায় চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিল ইন্দ্রাণীর কেরিয়ারে।ধারাবাহিক শেষ হতেই শ্রীময়ীর লুক ছেড়ে ছোট করে চুল কেটে একেবারে স্মার্ট লুকে ধরা দিলেন অভিনেত্রী।এদিন হলুদ রঙের ওয়ান পিস এবং হাতে সানগ্লাস নিয়ে অভিনেত্রী ছবি পোস্ট করেছেন।

Advertisements

ছবিতে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।এক কথায় বলা যেতেই পারে,পঞ্চাশে ইন্দ্রাণীর গ্ল্যামারের কাছে হার মানতে পারে টলিপাড়ার নতুন নায়িকারাও।ছোটপর্দার কাজ শেষ হতেই ইন্দ্রাণী হাত দিয়েছেন বড়পর্দার কাজে।এই মুহূর্তে ইন্দ্রাণী ব্যস্থ রয়েছেন ‘কুলের আচার’ ছবির শ্যুটিংয়ে।ছবিটি প্রযোজনা করছেন এসভিএফ।ছবিটি কবে মুক্তি পাবে,তা অবশ্য এখনও জানা যায়নি।