Actress Esha Gupta: উন্মুক্ত শরীরে এলো চুলে ধরা দিলেন অভিনেত্রী এষা

Esha Gupta

বি-টাউনের হট এবং বোল্ড অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন এষা গুপ্তা (Esha Gupta)। এষাকে শেষবার দেখা গিয়েছিল ‘নকাব’ ওয়েব সিরিজে। এছাড়াও ‘জন্নত টু’, ‘রুস্তম’, ‘বাদশাহো’ ছবিতে অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘ইনভিজবল উওম্যান’-এ। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সুনীল শেট্টি।

Advertisements

যদিও এই মুহূর্তে তিনি চিকিৎসকদের পরামর্শ মতো হোম কোয়ারেন্টিনে রয়েছে। কারণ দিন ছয়েক আগে তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। যদিও সেই ভাইরাস কোনও ভাবেই কাবু করতে পারেনি অভিনেত্রীর শারীরিক উষ্ণতাকে। তাই নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে শনিবার উন্মুক্ত পিঠে এলো চুলে ধরা দিলেন অভিনেত্রী।

Esha Gupta

Advertisements

এষার পোস্ট করা সেই ছবি যে শীতকালে ও উষ্ণতার পারদ চোরাবে তা হলফ করে বলা যায়।কেরিয়ারের শুরু থেকেই বোল্ড লুকে ঝড় তুলতে সিদ্ধহস্ত ‘জন্নত ২’ র এই নায়িকা।তাই সোশ্যাল মিডিয়ায় এষার ছবি ভাইরাল হতেও সময় লাগেনা খুব বেশি।ফ্লাওয়ার প্রিন্টের বিকিনি পরে সদ্যই দেখা গিয়েছে অভিনেত্রীকে।বোল্ড লুকের জন্য এষার ইন্সট্রা পরিবারের বেশ কিছু সদস্য তাঁকে হলিউডের কিম কার্দাশিয়ানের সঙ্গে তুলনা করেছেন।সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের কীভাবে ধরে রাখতে হয়,সেই টোটকা এষা ভালোই জানেন।

কদিন আগে কোভিড পজেটিভ হয়ে অভিনেত্রী তাঁর সোশ্যাল পোস্টে ভক্তদের জানিয়েছিলেন,খুব শীঘ্রই তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন।সেই কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারায় খুশ অনুরাগীরা।