পর্তুগালে তার দীপ্তিময় সৌন্দর্যে উজ্জ্বল এষা গুপ্তা

সম্প্রতি তার সমাজমাধ্যমে তার ছুটি কাটানোর একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী এষা গুপ্ত (Esha Gupta)। পর্তুগালে (Portugal) রয়েছেন তিনি। ছুটি কাটাতে গিয়েও তার দীপ্তিময় প্রাকৃতিক…

সম্প্রতি তার সমাজমাধ্যমে তার ছুটি কাটানোর একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী এষা গুপ্ত (Esha Gupta)। পর্তুগালে (Portugal) রয়েছেন তিনি। ছুটি কাটাতে গিয়েও তার দীপ্তিময় প্রাকৃতিক সৌন্দর্যে উজ্জ্বল রইলেন অভিনেত্রী । এর অনেকটা কৃতিত্বই যায় তার স্বল্প মেকআপ লুকের। নিজের গায়ের ব্রোঞ্জ বর্ণের সঙ্গে মিলিয়ে তার মেকআপ লুকের মধ্যে তিনি রেখেছিলেন চোখে মসৃন কাজল (Eyeliner), সুন্দর করে সাজানো চোখের পাতা (Eyelashes) ও ভ্রু (Eyebrows) এবং ঠোঁটে হালকা লিপস্টিক (Lipstick)। ভিডিওতে বারান্দায় বসে রোদ পোয়াতে দেখা যায় তাকে। সূর্যাস্তের সময়, সূর্যের সোনালী আভাতে তার মুখের ওপর সূর্যের আলোর প্রতিফলনও দেখা যায়। ছুটির দিনেও স্বল্প মেকাপে কিভাবে উজ্জ্বল দেখানো যায় নিজেকে তারই উদাহরণ বার বার দেখিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর পছন্দের পোশাকের তালিকায় কাটআউট পোশাক (dresses with cutouts), থেকে শুরু করে মেশ ইনলে (mesh inlay) ওয়ালা পোশাক, এবং গভীর গলার (plunging necklines)পোশাক থাকলেও মেকআপের ক্ষেত্রে স্বল্প মেকাপ থেকে শুরু করে রুচিপূর্ণ চটকদারি লুক, ক্ষেত্র বুঝেই মেকাপ পছন্দ করেন তিনি। তাই, পর্তুগালের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে, স্বল্প স্বল্প মেকআপে তার প্রাকৃতিক দীপ্তিময় সৌন্দর্যে ধরা দিলেন অভিনেত্রী।

   

পুলের ধারে হোক বা একটি নতুন শহরে, এশা গুপ্তা তার মেকআপ লুক নিয়ে সব সময় পরীক্ষা-নিরীক্ষা করেন। তার সমাজমাধ্যমের অন্য একটি পোস্টে এ একটি ধূসর (grey) লং ফ্রকের ওপর কালো ওভারকোট (black overcoat) পড়তে দেখা যায় অভিনেত্রীকে। পর্তুগালের মতোই, তার চুল তিনি টেনে বেঁধেছিলেন একটি খোঁপায় (bun)।

২০০৭ সালের ‘মিস ইন্ডিয়া ইনট্র্যাশনাল’ এর খেতাব জিতেছিলেন এষা (Esha Gupta)। ২০১২ সালে ‘জান্নাত ২’ (Jannat) চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় এষার । এই চলচ্চিত্রে ইমরান হাশমি (Emraan Hashmi) এবং রণদীপ হুডার (Randeep Hooda) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘কমান্ডো ২’ (Commando 2), ‘বাদশাহ’ (Baadshaho), ‘পাল্টান’ (Paltan) এর মতো চলচিত্রে অভিনয় করেছেন তিনি। ‘আশ্রম’ (Ashram) নামক ওয়েব সিরিজ ও অভিনয় করেছেন এষা (Esha Gupta)। ‘মার্ডার ৪’, (Murder 4) এবং ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) এ অভিনয় করার কথা রয়েছে তার।