Alia Bhatt: বেবি বাম্প নিয়ে আলিয়ার নজরকাড়া লুক

দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাল্টি স্টারার সিনেমা ব্রহ্মাস্ত্র (Brahmastra)। এদিকে এই সিনেমার প্রমোশনে একাধিক শহরে প্রমোশনে ব্যস্ত রণবীর কাপুর ও অন্তঃসত্ত্বা আলিয়া ভাট…

দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাল্টি স্টারার সিনেমা ব্রহ্মাস্ত্র (Brahmastra)। এদিকে এই সিনেমার প্রমোশনে একাধিক শহরে প্রমোশনে ব্যস্ত রণবীর কাপুর ও অন্তঃসত্ত্বা আলিয়া ভাট (Alia Bhatt)। গত কয়েকদিন ধরেই তাঁদের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচার নিয়ে উচ্ছ্বসিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। বেবি বাম্পের পাশাপাশি ক্রমাগত ছবির প্রচারে ব্যস্ত আলিয়া। এদিকে সিনামে মুক্তির আগে, আলিয়া মুম্বাইতে ছবিটির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আলিয়া একটি কমলা রঙের হুড বডিকন পোশাক পরে স্ক্রিনিংয়ে এসেছিলেন। তারপর থেকেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে রণবীর ঘরনি।

জানা গিয়েছে, আলিয়ার এই বডিকন পোশাকের দাম প্রায় ৪ হাজার টাকা। থাইল্যান্ডের কুইনের। এই পোশাকের দাম ৩,৮২০ টাকা। এমন পরিস্থিতিতে আলিয়ার ফ্যাশন সেন্সের প্রশংসা করতে দেখা গিয়েছে সকলকে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, আলিয়ার প্রেগনেন্সি গ্লো উপচে পড়ছে।

   
Advertisements

রণবীর কাপুর এবং আলিয়া ভাটও এই ছবির পাশাপাশি তাদের প্রথম সন্তানকে নিয়ে বেশ উচ্ছ্বসিত। বেবি বাম্প নিয়ে আলিয়ার এই ছবির প্রোমোশন সবাইকে আকৃষ্ট করছে। আলিয়াও বেবি বাম্পের সাথে এমন পোশাক বহন করছেন, যা তাকে আরও ভাল করে তুলছে।