প্রেম করছেন সোনাক্ষী! ফাঁস করলেন বরুণ

বহুদিন ধরে এই জল্পনা উঠছিল বলিউডের অন্দরে। শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) প্রেম করছেন জাহির ইকবালের সাথে। কিন্তু অভিনেত্রী বা অভিনেতা দুজনের কেউই প্রকাশ্যে কোনদিন মুখ খোলেনি এই বিষয়ে। একে অপরের সাথে কোন রকম ছবি ও প্রকাশ্যে আনেননি। তবে বহুবারই তাদেরকে একসাথে কোনো অনুষ্ঠান বা পার্টিতে দেখা গেছে।

চলতি বছরের মে মাসে সোনাক্ষী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি হীরের আংটি পরা ছবি পোস্ট করে লেখেন ‘আমার বিশেষ দিন’। এছাড়াও সোনাক্ষীকে একজন পুরুষের কাঁধে মাথা রাখতেও দেখা গেছে তবে সেই পুরুষটির মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

   

কিন্তু সম্প্রতি সোনাক্ষীর বন্ধু বরুণ শর্মা এই জল্পনাতে সিলমোহর দিয়েছেন। একটি রেস্তোরাঁতে গিয়ে সোনাক্ষী এবং জাহিদকে মুখোমুখি দেখে সেই ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বরুণ। এবং ছবির উপরে লেখেন “ওয়ে হয়ে ইসে ক্যহতে হ্যায় ব্লকবাস্টার জোড়ি”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন