গুটি গুটি পায়ে বলিউডে ৩০ বছর পার করলেন কিং খান

একাধিক রোমান্টিক ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর গানে যেন প্রেম প্রেম পায়। এবার গুটিগুটি পায়ে বলিউডের ৩০ টা বছর পার করে ফেললেন কিং খান অর্থাৎ শাহরুখ খান। আর এই বিশেষ দিনে তিনি জানালেন আগামী ২৫ জানুয়ারি ২০২৩ সালে আসছে পাঠান। ৯০ দশকের সকলের ভালোবাসার একটি নাম শাহরুখ খান, বা বলা যেতে পারে রাহুল। আর রাহুল-অঞ্জলীর কেমিস্ট্রি কে না জানে।

দিলবালে দুলহানিয়া থেকে শুরু করে কুচ কুচ হোতা হে, কাভি খুশি কাভি গাম, মহব্বতের মতো একাধিক সুন্দর ভালোবাসা পারিবারিক ছবি উপহার দিয়েছেন অভিনেতা। একই সঙ্গে উপহার দিয়েছেন অ্যাকশন মুভিও। ৯০ দশকের একাধিক অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তার ভক্তদের কাছে তিনি ভগবান। বর্তমানে তিনি হয়ে উঠেছেন কিং খান। তার প্রতিদিনের সবকিছুর আপডেট রাখতে ভালোবাসেন তার ভক্তরা। এখন আর নতুন গানের প্রেমে নয়, এখনও তাঁর ভক্তরা ৯০ দশক তার অভিনয় করা সেই সব গানের প্রেমে পড়েন বারবার।

   

প্রতিবারই যখন তিনি আসেন, তখনই নিয়ে আসেন একাধিক ম্যাজিক। আর তার ম্যাজিকেই অভিভূত হন নেটিজেনরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন