Wednesday, November 26, 2025
HomeEntertainmentProject K-র পোস্টার প্রকাশ করলেন Prabhas

Project K-র পোস্টার প্রকাশ করলেন Prabhas

মুক্তি পেল ‘প্রোজেক্ট কে’ (Project K) ছবির প্রথম পোস্টার। পোস্টার প্রকাশ করলেন স্বয়ং অভিনেতা প্রভাস। পোস্টার থেকে ছবির কিছুটা ঝলক পাওয়া গেল। প্রোজেক্ট কে’র প্রথম ঝলক মুক্তি পেতে চলেছে আগামী ২১ জুলাই। আদিপুরুষ-ক্ষ্যাত প্রভাসের অনুরাগীরা স্বভাবতই উচ্ছ্বসিত।

Advertisements

Project K ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে দুটো হাত। হাত দুটি একে অপরের সঙ্গে সংঘর্ষে জরিয়েছে বলে দেখা যাচ্ছে। ছবি মুক্তির এক দিন আগে ২০ জুলাই সান ডিয়েগো কমিক-কনে মুক্তি পাবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছবির কলাকুশলীরা। থাকবেন প্রভাস, দীপিকা পাডুকোন এবং কমল হাসান। প্রোজেক্ট কে প্রথম ভারতীয় ছবি যা আনুষ্ঠানিক ভাবে সান ডিয়েগো কমিক-কনে মুক্তি পাবে।

   

Project K –র পরিচালক এবং লেখক নাগ অশ্বিন। প্রোজেক্ট কে একটি পৌরাণিক কল্পবিজ্ঞান চলচ্চিত্র। বৈজয়ন্তী মুভিজের অধীনে সি অশ্বনী দত্ত দ্বারা নির্মিত প্রোজেক্ট কে। Project K-তে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানী, প্রমূখ।

Advertisements

প্রোজেক্ট কে-টিম খুব তাড়াতাড়ি একটি অনুষ্ঠান করবে যেখানে ছবির টিজার, ট্রেলার এবং রিলিজ তারিখ প্রকাশ করা হবে। অনুষ্ঠানের নাম – Project K: First Glimpse of India’s Mytho-Sci-fi Epic।

তেলেগু এক ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে পরিচালক অশ্বিনী দত্ত জানিয়েছেন যে শ্যুটিং-এর ৭০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। ছবিতে ভালো মানের ভিএফএক্স থানার দাবি করেছেন পরিচালক। পাঁচ মাস ধরে চলছে ছবির শ্যুটিং এবং তা আগামী বছর অবধিও চলবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments