বলিউডে শোকের ছায়া,চলে গেলেন ‘সলমানের সহ-অভিনেতা’ মুকুল দেব, বয়স ৫৪ বছর

Mukul Dev: বলিউডে আবার নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা ও মডেল মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সেই থেমে গেল তাঁর জীবনের সফর। শুক্রবার…

Mukul Dev

Mukul Dev: বলিউডে আবার নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা ও মডেল মুকুল দেব। মাত্র ৫৪ বছর বয়সেই থেমে গেল তাঁর জীবনের সফর। শুক্রবার (২৩ মে) গভীর রাতে দিল্লিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে ঠিক কী রোগে তিনি আক্রান্ত ছিলেন, তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি।

মুকুল দেব ছিলেন বলিউডের পাশাপাশি টেলিভিশন এবং পাঞ্জাবি সিনেমারও এক পরিচিত মুখ। ৯০-এর দশকে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সেই ছবিতেই অনুস্কা শর্মার বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন মুকুল। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘সাথিয়া’, ‘রক্ত’, ‘যমলা পাগলা দেওয়ানা’, ‘সিং ইজ ব্লিং’, এবং ‘জিন্দা’। পাশাপাশি, তিনি বেশ কিছু টিভি সিরিয়ালে ওয়ান অফ রোলেও নজর কেড়েছেন।

   

মুকুল দেবের মৃত্যুর খবর প্রথম জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “বন্ধু মুকুলের মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে গেছি। একজন প্রতিভাবান অভিনেতা, ভালো মনের মানুষ ছিল মুকুল। ওর আত্মা শান্তি পাক।” মনোজ বাজপেয়ীর এই পোস্ট ছড়িয়ে পড়তেই বলিউড জগতে ছড়িয়ে পড়ে শোকের ছায়া।

মুকুল দেব ছিলেন অভিনেতা রাহুল দেবের ভাই। রাহুল নিজেও বলিউড ও দক্ষিণী সিনেমার পরিচিত মুখ। ভাইয়ের অকালপ্রয়াণে ভেঙে পড়েছেন রাহুল। অভিনেতা ও মডেল হিসেবে দুই ভাইয়ের মধ্যে দারুণ বন্ধন ছিল, যা তাদের বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে দেখা যেত। জানা গেছে, মুকুলের মৃত্যু সংবাদ পাওয়ার পর বলিউডের একাধিক তারকা তাঁর দিল্লির বাড়িতে ছুটে যান। সহকর্মী, বন্ধু ও আত্মীয়রা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

Advertisements

মুকুল দেবের হঠাৎ চলে যাওয়া বলিউডে আরও এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। গত কয়েক বছরে একাধিক প্রতিভাবান শিল্পীর বিদায়ে সিনেমাজগৎ বারবার হারিয়েছে তার ঝলমলে নক্ষত্রদের। সেই তালিকায় এবার যুক্ত হল মুকুলের নাম।

তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ ভক্ত ও অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাঁর ছবি শেয়ার করে, তাঁর কাজের স্মৃতি তুলে ধরে শ্রদ্ধা জানাচ্ছেন। বলিউড যে আরেকজন প্রতিভাবান অভিনেতাকে হারাল, তা নিঃসন্দেহে বলা যায়।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই মুকুল দেবের অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হবে দিল্লিতেই। এই কঠিন সময়ে তাঁর পরিবার যেন মানসিকভাবে শক্ত থাকতে পারে, সে কামনাই করছে গোটা চলচ্চিত্রজগত।