হঠাৎ অসুস্থ! হাসপাতালে ভর্তি গোবিন্দা, কেমন আছেন অভিনেতা?

Actor Govinda Hospitalized

মুম্বই: হাসপাতালে গোবিন্দা৷ বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা মঙ্গলবার গভীর রাতে তার বাসভবনেই অচেতন হয়ে পড়েন৷ তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তিনি শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। অবিলম্বে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

Advertisements

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্ডাল ‘ইন্ডিয়া টুডে’-কে জানান, “তিনি কিছুটা বিভ্রান্ত বোধ করছিলেন। সব ধরনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন নিউরোলজি বিশেষজ্ঞদের রিপোর্টের অপেক্ষায় আছি। বর্তমানেই তিনি স্থিতিশীল।”

   

চিকিৎসকরা সম্পূর্ণ মূল্যায়ন করেছেন

চিকিৎসকরা সম্পূর্ণ মূল্যায়ন করেছেন এবং কোনও নতুন জটিলতা রিপোর্টে পাওয়া যায়নি। তবে আরও কিছু পরীক্ষার ফলাফলের পর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখযোগ্য, এটি গোবিন্দার জন্য বড় ধরণের হঠাৎ অসুস্থতা নয়। গত বছরের অক্টোবর মাসে তিনি নিজের লাইসেন্সকৃত রিভলবার ব্যবহার করার সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই সময় কলকাতায় একটি শোতে অংশগ্রহণের জন্য সকালে রওনা হচ্ছিলেন অভিনেতা। দুর্ঘটনার কথা স্মরণ করে তিনি বলেছিলেন, “আমি শোয়ের জন্য রওনা হচ্ছিলাম, সকাল প্রায় ৫টা। অস্ত্রটি পড়ে গিয়েছিল এবং আচমকা গুলি ছুটি। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, তারপর দেখি রক্তের ধারা বের হচ্ছে।”

Advertisements

জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন Actor Govinda Hospitalized

সেই দুর্ঘটনার পর গোবিন্দাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, আইসিইউতে রাখার পর প্রায় এক ঘণ্টার অস্ত্রোপচারে গুলির দাগ থেকে বুলেট বের করা হয়। তার ম্যানেজার জানিয়েছেন, “গোবিন্দা তার রিভলবার আলমারিতে রেখেছিলেন, যা পড়ে গিয়ে আচমকা গুলি ছুড়ে দেয়।”

গত বছরের দুর্ঘটনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে অভিনেতা আবার কাজের মধ্যে ফিরে আসেন। তবে হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। গোবিন্দার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন, তিনি বর্তমানে যথাযথ চিকিৎসা পাচ্ছেন এবং ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।