প্রয়াত হলেন অভিনেতা-পরিচালক মঙ্গল ধিলন। ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন বর্ষীয়ান পঞ্জাবি অভিনেতা মঙ্গল ধিলন।
জানা যাচ্ছে, বহুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি চিকিৎসার জন্য লুধিয়ানার এক হাসপাতালে ভর্তি হন তিনি। শেষকৃত্য সংক্রান্ত তথ্য এখনও জানা যায়নি। আগামী ১৮ জুন তাঁর জন্মদিনের এক সপ্তাহের আগেই জীবনাবসান হল তাঁর।
পঞ্জাবের ফরিদকোটে এক শিখ পরিবারে জন্ম মঙ্গল ধিলনের। পঞ্জ গ্রায়িন কালান সরকারি বিদ্যালয়ে তাঁর পড়াশোনা শেষ করে উত্তর প্রদেশে তাঁর বাবার ফার্মের স্থানান্তর করেন। এরপর উচ্চ শিক্ষায় প্রাপ্তি হন লক্ষিমপুর খেরি জেলার জ়িলা পারিশদ উচ্চ বিদ্যালয় থেকে।
অভিনেতা-পরিচালক মঙ্গল ধিলন দিল্লিতে থিয়েটারেও কাজ করেছেন। অভিনয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা করেন ১৯৮০ সালে। ধারাবাহিক ‘কথা সাগর’ দিয়ে বিনোদন জগতে ১৯৮৬ সালে পা রাখেন। সেই বছরই তিনি ধারাবাহিক ‘বুনিয়াদ’-এও কাজ করেন। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে জুনুন, কিসমত, দ্য গ্রেট মারাথা, প্যান্থার, ঘুটান, সাহিল, মৌলানা আজ়াদ, মুজ্রিম হাজ়ির, রিসতা, যুগ, নুরজাহানের মতন অসাধারণ কাজ।
প্রয়াত অভিনেতা অনেক ছবিতেও কাজ করেছেন। খুন ভারি মাং, জ়াখমি, আউরত, দায়াভান, কাহান হে কানুন, নাকা বান্দি, আম্বা, আকাল্যা, জানাশিন, ট্রেন টু পাকিস্তান এবং দালালের মতন অসংখ্য ছবিতে কাজ করেছেন। মঙ্গল ধিলনকে শেষ দেখা যায় ২০১৭ সালে ‘তুফান সিং’ ছবিতে ‘লাখা’-র চরিত্রে।
তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।