Ashish Vidyarthi Goes Viral: রাস্তার ধারে দাঁড়িয়ে বড়াপাও খাচ্ছনে আশীষ বিদ্যার্থী, ভাইরাল ভিডিও

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে খলনায়কদের মধ্যে অন্যতম আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi Goes Viral)। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই কারন আমরা সকলে তাঁর অভিনয় দেখেই বড়ো হয়েছি।

Actor Ashish Vidhyarthi eating BadaPao on roadside

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে খলনায়কদের মধ্যে অন্যতম আশীষ বিদ্যার্থী (Ashish Vidyarthi Goes Viral)। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই কারন আমরা সকলে তাঁর অভিনয় দেখেই বড়ো হয়েছি। বাংলার একাধিক চলচ্চিত্রে তাকে দেখা গিয়েছে ভিলেনের ভূমিকায়। তবে

Advertisements

শুধু বাংলা নয়, পাশাপাশি হিন্দি, তামিল এবং তেলেগু ছবিতেও ঠিক একইভাবে সাবলীল ভূমিকায় কাজ করে গিয়েছেন তিনি। বাংলা চলচ্চিত্রের মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনকি বর্তমান প্রজন্মের সুপারস্টার দেবের সাথেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। রূপলি পর্দার আড়ালে তিনি একদমই ভিন্ন মানুষ সবার সাথে হাসিমুখে কথা বলতে ভালোবাসেন অভিনেতা।

Advertisements

তবে সম্প্রতি অভিনয় ছেড়ে আরও বেশ কিছু পছন্দের জায়গা খুঁজে নিয়েছেন তিনি। তারই মধ্যে অন্যতম হলো ফুড ভ্লগি‌‌ং। আর ঠিক সেই কারণে মাঝে মধ্যেই অভিনেতা বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন জায়গায়, যেখানে নানা ধরনের খাবার তিনি তুলে ধরেন আমাদের সকলের সামনে। বর্তমানে প্রযুক্তির যুগে বিভিন্ন ধরনের ভ্লগ করেন অনেকেই। তারই মধ্যে অন্যতম হলো ট্রাভেল, লাইফ স্টাইল, এবং ফুড ভ্লগ।

আর ঠিক একই ভাবে অভিনেতাও নিজের Instagram পেজ থেকে বিভিন্ন ধরনের খাবারের ভিডিও শেয়ার করেন তিনি। যা দর্শকদের কাছে খুবই পছন্দের তাছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও রয়েছে অভিনেতার যেখানে মাঝেমধ্যেই তিনি তাঁর খাবারের ভিডিও দিয়ে থাকেন। সম্প্রতি অভিনেতাকে দেখা গিয়েছে আলীবাগে যেখানে একটি রাস্তার দোকানে দাঁড়িয়ে গরম গরম বড়াপাও তৃপ্তি সহকারে উপভোগ করছেন তিনি।