‘আওয়ারা দিল’ গানের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা (Ankush Hazra ) টলিউড জগতের অন্যতম উজ্জ্বলতম অভিনেতা। ইতিমধ্যে জানতে পারা গিয়েছে যে, আসন্ন বছরে ঈদের সময় আসতে চলেছে অঙ্কুশের পরবর্তী সিনেমা সুমিত ও সাহিলের পরিচালনায় ‘মির্জা’। বেশিকিছু দিন হল সকলের কাছে প্রকাশ পেয়েছে অফিসিয়াল টিজার।
টিজার দ্বারা সেই অর্থে সিনেমাটির বিষয়বস্তু বুঝতে পারা না গেলেও টিজারটিতে রয়েছে ভরপুর রহস্য। এই সিনেমার মাধ্যমে অভিনেতা দর্শকদের কাছে ধরা দেবে একেবারে ভিন্ন স্বাদে। টিজার দ্বারা তেমন কিছু বুঝতে পারা না গেলেও সিনেমার একটি ডায়লগ জানতে পারা গেছে, তা হল- “কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি”।
https://www.instagram.com/reel/ChR-hUYrtEI/?utm_source=ig_web_copy_link
প্রসঙ্গত বলা যেতে পারে, অভিনেতার অভিনয় যাত্রা শুরু হয়েছে ২০১০সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে। এরপর একে একে বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। অঙ্কুশের নানা সিনেমার মধ্যে কয়েকটি উল্লেকযোগ্য সিনেমা হল- ইডিয়ট, কী করে তোকে বলবো, কানামাছি, বলো দুগ্গা মাইকি আরও অনেক।
অঙ্কুশ শুধু অভিনয়তে পারদর্শী তাই নয়, তিনি নাচে কিংবা সমালোচনাতেও বেশ পটু। বেশকিছু দিন ধরে অভিনেতার ইনস্টাগ্রাম আকাউন্ট থেকে এই ‘মির্জা’ সিনেমা নিয়ে নানা ছোটো ছোটো টিজার দেখতে পাওয়া যাচ্ছে। টিজার দেখে অভিনেতার অনুগামীরা বেশ উৎসাহিত।