বাংলা ধারাবাহিকের এক অত্যন্ত জনপ্রিয় মুখ ‘অঙ্কিতা চক্রবর্তী’ (Ankita Chakraborty)। একাধিক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যেই দর্শক মনে বেশ ভালো জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে তিনি কাজ করছিলেন কালার্স বাংলার ‘ইন্দ্রানী’ নামক ধারাবাহিকে। কিছুদিন আগেই এই ধারাবাহিকের সমাপ্তি ঘটেছে। এর পাশাপাশি অভিনেত্রী মাঝে মাঝে বেরিয়ে পড়েন সফরে।
লকডাউনের সময়ে অভিনেতা ‘প্রতীক ব্যানার্জি’র সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। টলি পাড়ার এক অত্যন্ত জনপ্রিয় জুটি তালা। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাদের নানান মুহূর্ত দেখা যায়। এর পাশাপাশি অভিনেত্রীও জীবনের নানান কাহিনী তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়। ঠিক সেরকমই শুক্রবারের রাতের আমেজ তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
View this post on Instagram
এই দিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একেবারেই পার্টির মেজাজে ধরা দিয়েছিলেন। বোঝাই যাচ্ছিলো শুক্রবারের রাতে তিনি কোন বড় পার্টিতে যোগদান করেছিলেন। তার পরনে ছিল সাদা-কালো রঙের উলের গ্লসি ওয়েস্টার্ন পোশাক। সাথে মুখে ডিপ মেকআপ করেছিলেনও অভিনেত্রী। ক্যাপশন দিয়েছিলেন, ‘গট দ্যাট ফ্রাইডে ফিলিং’। ব্যাকগ্রাউন্ড বাজছিলো একটি জনপ্রিয় ইংরেজি গান। স্বাভাবিকভাবেই তার এই ছবি দেখে, অনুরাগীদের ঘুম উড়ে যায়! নানান মন্তব্যে ভরে ওঠে পোস্টের কমেন্ট বক্স।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
