প্রয়াত ‘থ্রি ইডিয়টস’-খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার, শোকের ছায়া বলিউডে

Achyut Potdar passes away মুম্বই: চলচ্চিত্র জগতে শোকের ছায়া। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত বর্ষীয়ান অভিনেতা অচ্যুত পোতদার। মঙ্গলবার সকালে থানের একটি হাসপাতালে তিনি…

Achyut Potdar passes away

Achyut Potdar passes away

মুম্বই: চলচ্চিত্র জগতে শোকের ছায়া। ৯১ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত বর্ষীয়ান অভিনেতা অচ্যুত পোতদার। মঙ্গলবার সকালে থানের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক প্রয়াণ ভারতীয় সিনেমার এক অপূরণীয় ক্ষতি।

‘থ্রি ইডিয়টস’-এর কড়া স্যার

অগণিত দর্শক অচ্যুত পোতদারকে আজীবন মনে রাখবেন তাঁর অভিনীত বিভিন্ন স্মরণীয় চরিত্রের জন্য। বিশেষত, রাজকুমার হিরানির ব্লকবাস্টার ছবি ‘থ্রি ইডিয়টস’-এ কড়া অথচ স্নেহপ্রবণ ইঞ্জিনিয়ারিং প্রফেসরের ভূমিকায় তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন। ছবির এক দৃশ্যে যখন আমির খান (র‍্যাঞ্চো) সহজ সরল ভাষায় ‘মেশিন’ এর সংজ্ঞা দেয়, তখন তাঁর সেই অবাক করা সংলাপ, “আরে কেহেনা ক্যায়া চাহাতে হো?”, আজও বাঙালির মুখে মুখে ফেরে। শুধু তাই নয়, তাঁর আরও একটি জনপ্রিয় সংলাপ, “ক্যায়া বাত হ্যায়!”, সামাজিক মাধ্যম থেকে শুরু করে মিম পর্যন্ত সর্বত্র ব্যবহার হয়, যা প্রমাণ করে তাঁর চরিত্রটি কতটা জনপ্রিয় ছিল।

   

অভিনয় ছিল তাঁর জীবনের প্রতিচ্ছবি Achyut Potdar passes away

জানা গিয়েছে, অভিনেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অভিনয়ে আসার আগে তাঁর জীবন ছিল এক অন্যরকম পথে। তিনি একসময় ভারতীয় সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিলেন এবং পরে ইন্ডিয়ান অয়েলে চাকরি করেছেন। কিন্তু, অভিনয় ছিল তাঁর জীবনের আসল প্যাশন। ৮০-র দশকে টেলিভিশনের পর্দায় একাধিক সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিজেকে প্রমাণ করেন। এরপর দীর্ঘ চার দশক ধরে তিনি হিন্দি ও মারাঠি মিলিয়ে মোট ১২৫টিরও বেশি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন।

তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা হল— ‘আক্রোশ’, ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পারিন্দা’, ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্নাভাই’, ‘দাবাং ২’, এবং অবশ্যই ‘থ্রি ইডিয়টস’।

Advertisements

সিনেমা ছাড়াও ছোটপর্দাতেও তিনি সমানভাবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘মাঝা হোশিল না’, ‘মিসেস তেন্ডুলকর’ এবং ‘ভারত কি খোঁজ’ -এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করে। মঞ্চ, টেলিভিশন এবং সিনেমার জগতে তাঁর সাবলীল যাতায়াতই প্রমাণ করে তাঁর বহুমুখী প্রতিভা এবং এই প্রতিভার মাধ্যমেই তিনি ইন্ডাস্ট্রিতে সকলের সম্মান অর্জন করেছিলেন। হিন্দির পাশাপাশি মারাঠি সিনেমাতেও সমান জনপ্রিয় ছিলেন অচ্যুত৷ 

ভারতীয় সিনেমায় অচ্যুত পোতদারের অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের গভীর ছায়া নেমে এসেছে।

Entertainment: Veteran Bollywood actor Achyut Potdar, best known as the “3 Idiots” professor who famously asked, “Arey, kehena kya chahte ho?”, has passed away at 91. A former soldier and Indian Oil employee, his four-decade-long career included over 125 films and TV shows.