Abir-Subhashree: শুভশ্রীর জীবনে নতুন কেউ! নাম জানেন তাঁর?

Abir-Subhashree

Abir-Subhashree: টলিউডে নতুন জুটি! বর্তমানে বিয়ের মরশুম, একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা বাঁধা পড়ছেন সাত পাকে। গতবছরের শেষের দিকে পরম-পিয়া থেকে শুরু করে সৌরভ-দর্শনা, সন্দীপ্তা-সৌম্য প্রত্যেকেই বেছে নিয়েছেন নিজেদের মনের মানুষকে। বসেছেন ছাদনাতলায়। সম্প্রতি আবারো টলিউডের দেখা মিলতে চলেছে নতুন জুটির। তবে এবার রিয়েল লাইফে নয় বরং রিল লাইফে দেখা মিলবে তাঁদের। নিশ্চয়ই ভাবছেন কার কথা বলছি আমরা?

শুভশ্রী গাঙ্গুলী এবং আবির চ্যাটার্জি, প্রত্যেককেই টলিউডের প্রথম সারী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সম্প্রতি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, রাজ চক্রবর্তীর পরবর্তী ওয়েব সিরিজে প্রথমবারের মতো ধরা দিতে চলেছেন তাঁরা। জানা গিয়েছে এই ওয়েব সিরিজটি হতে চলেছে বুদ্ধদেব গুহের বিখ্যাত উপন্যাস বাবলির একটি রূপান্তর।

   

প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শুভশ্রী এবং অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। সাধারণত, একটি এর আগের প্রজেক্টে একসঙ্গে কাজ করার কথা ছিল তাঁদের, কিন্তু অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই এটি থেকে সরে এসেছিলেন। সম্প্রতি অভিনেত্রী তাঁর দ্বিতীয় সন্তানকে জন্ম দিয়েছেন, এবং এই সময়েই তিনি জানিয়ে দিয়েছিলেন দীর্ঘ বিরতি নেবেন না আর। তিনি সিরিজের জন্য আগামী বছরের শুরুতে কাজ শুরু করবেন।

সূত্রের মতে, শুভশ্রী এই ভূমিকাটিকে চ্যালেঞ্জিং হিসাবেই বর্ণনা করেছেন, এই জুটির নতুন কেমিস্ট্রির জন্য দর্শকেরা একেবারে অধীর আগ্রহে বসে রয়েছেন। তাদের যদি রসায়ন এবং শুভশ্রী আবির অভিনীত ওয়েব সিরিজ দশকের মনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে তা জানতে হলে অবশ্যই দেখতে হবে তাদের আপকামিং সিরিজটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন