Abhishek Chatterjee: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, টলিউডে শোকের ছায়া

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছরের কিছু বেশি। অভিনেতার মৃত্যুতে টলিগঞ্জের স্টুডিওপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। Advertisements গত কয়েকদিন ধরে পেটের সমস্যায়…

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছরের কিছু বেশি। অভিনেতার মৃত্যুতে টলিগঞ্জের স্টুডিওপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisements

গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন। কিন্তু তা সত্ত্বেও শুটিং করেন তিনি। একটি রিয়ালিটি শোয়ের শুটিং চলছিল। শুটিং সেটেই অসুস্থ বোধ করায় শুটিং বাতিল করে বাড়ি ফিরে আসেন। শুরু হয়েছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল মধ্যরাতেই তাঁর জীবনাবসান ঘটে।

বিজ্ঞাপন

আপাতত তাঁর বাড়িতেই রাখা হয়েছে দেহ। সেখানে রয়েছেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী। ওখানেই শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সকলে। আজই অভিনেতার শেষকৃত্য হওয়ার সম্ভাবনা।

‘পথভোলা’ ছবি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন অভিষেক চট্টোপাধ্যায়। প্রসেনজিত, তাপস পালের মতো অভিনেতাদের সময়ও তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বহু ছবিতে কাজ করেছেন তিনি। মাঝে একটা সময় অভিনয় থেকে সরে দাঁড়ান। কিন্তু সম্প্রতি আবার তিনি ক্যামেরার সামনে ফিরেছিলেন। কাজ শুরু করেছিলেন ধারাবাহিকে। দর্শকের কাছে জনপ্রিয়তাও পেয়েছিলেন। কিন্তু এই জনপ্রিয়তা উপভোগ করতে পারলেন না অভিনেতা। চলে গেলেন তিনি।